—প্রতিনিধিত্বমূলক ছবি।
মেদিনীপুরের সরকারি আইটিআই কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম অর্ণব সরকার (২০)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানা অন্তর্গত কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের থাউর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ছাত্রাবাসে ফিরে দরজার খিল দিয়ে দেন অর্ণব। রাতে খাবারের সময় পেরিয়ে গেলেও দরজা না খোলায় তাঁর সহপাঠিরা ডাকাডাকি শুরু করেন। দীর্ঘ ক্ষণ কোনও সাড়াশব্দ না মেলায় কলেজ কর্তৃপক্ষকে জানান তাঁরা। কলেজ কর্তৃপক্ষ এসে অবস্থা বেগতিক বুঝে কোতোয়ালি থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তারপর তা মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বুধবার ময়নাতদন্তের পর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।