হলদি নদীর পাড় থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে নন্দীগ্রামের নাকচিরাচরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০বছর। দিন জোয়ারের জলে দেহটি ভেসে এসে নদীর পাড়ে আটকে গিয়েছিল। স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে নন্দীগ্রাম থানার পুলিশকে খবর দেয়।