কংগ্রেসের অবস্থানে আজ দীপা, প্রদীপ

সবংয়ের ছাত্র খুনের ঘটনায় পুলিশি কার্যকলাপের প্রতিবাদে চলা কংগ্রেসের অবস্থান অব্যাহত। বুধবার অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক আবু কালাম বক্স, ব্লক সভাপতি অমল পণ্ডা প্রমুখ। ছিলেন স্থানীয় বিধায়ক মানস ভুঁইয়াও।

Advertisement
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৫
Share:

সবংয়ের ছাত্র খুনের ঘটনায় পুলিশি কার্যকলাপের প্রতিবাদে চলা কংগ্রেসের অবস্থান অব্যাহত। বুধবার অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক আবু কালাম বক্স, ব্লক সভাপতি অমল পণ্ডা প্রমুখ। ছিলেন স্থানীয় বিধায়ক মানস ভুঁইয়াও। কংগ্রেস সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার অবস্থাম মঞ্চে উপস্থিত থাকবেন কংগ্রেসের পরিষদীয় নেতা মহম্মদ সোহরাব, প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি, সাংসদ প্রদীপ ভট্টাচার্য-সহ প্রদেশ নেতৃত্ব। বুধবারও অবস্থান মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে সুর চড়ার কংগ্রেস নেতারা। মানসবাবু বলেন, ‘‘ভারতীদেবীর আচরণে এসপি পদের অমর্যাদা হচ্ছে। আমার পরামর্শ, পুলিশের পোশাক ছেড়ে উনি ২০১৬ সালে তৃণমূলের টিকিট নিয়ে বিধানসভার প্রার্থী হন।” গত ৭ অগস্ট সবং কলেজে ছাত্র কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পরে তিন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে তিন সিপি কর্মীকেও গ্রেফতার করা হয়। যদিও কংগ্রেসের অভিযোগ, তদন্তের নামে সিপি কর্মীদের ওপরে নির্যাতন চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement