সন্দেহ ডেঙ্গি

গড়বেতার জ্বর ডেঙ্গিই হতে পারে। এমনটাই মনে করছেন জেলার স্বাস্থ্য-কর্তারা। ইতিমধ্যে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। দু’-তিন দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট মিলবে।

Advertisement
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০০:৪৬
Share:

গড়বেতার জ্বর ডেঙ্গিই হতে পারে। এমনটাই মনে করছেন জেলার স্বাস্থ্য-কর্তারা। ইতিমধ্যে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। দু’-তিন দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট মিলবে। জেলার এক স্বাস্থ্য-কর্তা বলেন, “উপসর্গ ডেঙ্গির মতোই। এলাকায় মশার আঁতুরঘরও রয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরাও বলেন, “রিপোর্ট না দেখে কিছু বলব না।’’ জ্বরে দু’জন কিশোরীর মৃত্যু হয়েছে গড়বেতা-৩ এর নবকোলায়। ৪৪ জন হাসপাতালে ভর্তি। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। রক্ত পরীক্ষা হচ্ছে। শনিবারও সচেতনতা কর্মসূচিও হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement