ডেঙ্গি ছড়াচ্ছে ঝাড়গ্রামেও, বৈঠক স্বাস্থ্যকর্তার

ঝাড়গ্রাম মহকুমাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি ভাবে এক মহিলা-সহ ৫ জন আক্রান্তের কথা স্বীকার করা হয়েছে। সকলেই ঝাড়গ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০১:৫৮
Share:

ঝাড়গ্রাম মহকুমাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি ভাবে এক মহিলা-সহ ৫ জন আক্রান্তের কথা স্বীকার করা হয়েছে। সকলেই ঝাড়গ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে এক মহিলা-সহ চারজনের বাড়ি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া অঞ্চলে। আর এক জন বিনপুরের নয়াগ্রামের বাসিন্দা। গত ২৯ জুলাই কলকাতার এনআরএস হাসপাতালে ডেঙ্গিতে মৃত্যু হয় জামবনি ব্লকের বাহিরগ্রামের এক মহিলার। যদিও প্রথমে ওই ঘটনাটি অস্বীকার করেছিলেন ঝাড়গ্রাম স্বাস্থ্যজেলার কর্তারা। জানা গিয়েছে, গোপীবল্লভপুরের দু’জন ডেঙ্গির উপসর্গ নিয়ে ওড়িশার হাসপাতালে ভর্তি আছেন। বেলপাহাড়ির গণ্ডাপাল গ্রামের এক মহিলা ডেঙ্গিজ্বরে আক্রান্ত হয়ে বাঁকুড়ার হাসপাতালে চিকিৎসাধীন। অনুমান, জঙ্গলমহলে ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যাটা আরও বেশি। অনেকেই বাইরে চিকিত্‌সা করানোয় সব তথ্য স্বাস্থ্য দফতরের কাছে নেই। ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলার ভারপ্রাপ্ত উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ রবীন্দ্রনাথ প্রধান বলেন, “ডেঙ্গি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। সচেতনতা মূলক আগাম প্রতিরোধ ব্যবস্থা গুলি অবলম্বন করতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন