উত্তর দেয়নি পুরসভা, সরব তাপসী

উন্নয়ন প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার পরও পুরসভা থেকে কোনও উত্তর মেলেনি— এমনই অভিযোগে সরব হলেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৬
Share:

উন্নয়ন প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার পরও পুরসভা থেকে কোনও উত্তর মেলেনি— এমনই অভিযোগে সরব হলেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল।

Advertisement

পুরসভা সূত্রে খবর, গত ১৭ অগস্ট তাপসীদেবী হলদিয়া পুরসভার ওয়ার্ডগুলিতে উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন প্রস্তাবের কথা জানিয়ে পুরসভার এগ্‌জিকিউটিভ অফিসারকে চিঠি দেন। জানা গিয়েছে, বিভিন্ন ওয়ার্ডে নলকূপ, বিশ্রামাগার, জলের ট্যাঙ্ক, কংক্রিটের রাস্তা, অ্যাম্বুল্যান্স, জিম সেন্টার ও কালভার্ট তৈরির কাজে অর্থ বরাদ্দের কথাও জানানো হয় চিঠিতে। সিপিএম বিধায়ক তাপসীদেবীর অভিযোগ, “অনেকদিন আগেই সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী পুরসভায় উন্নয়ন প্রকল্পের প্রস্তাব জমা দিয়েছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি।” এ বিষয়ে পুরসভার এগ্‌জিকিউটিভ অফিসার জগতবন্ধু দাস বলেন, “এটি সময়সাপেক্ষ কাজ। বিধায়কের চিঠি ও প্রকল্পের প্রস্তাব পেয়েছি। প্রস্তাবটি নিয়ে পুরসভার বোর্ড মিটিংও হয়েছে। ইঞ্জিনিয়াররা এলাকায় গিয়ে সমীক্ষা করে রিপোর্ট জমা দেবেন। তারপর কোথায় কী করা যায় দেখা হবে।।”

হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডলের দাবি, “বিধায়ক প্রস্তাব দিয়েছেন। বিষয়গুলি খতিয়ে দেখতে হবে। কারণ, যে কোনও প্রকল্প গড়ার ক্ষেত্রে জায়গা একটা বড় বিষয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement