dev

কোভিড ওয়ার্ডের সূচনায় দেব

জেলায় আপাতত শালবনি সুপার স্পেশালিটি ও মেদিনীপুর সদরে আয়ুষ হাসপাতালে রয়েছে করোনা চিকিৎসার ব্যবস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডেবরা শেষ আপডেট: ০১ জুন ২০২১ ০৬:৪২
Share:

ডেবরায় কোভিড ওয়ার্ডের সূচনায় দেব। সোমবার। নিজস্ব চিত্র।

পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা চিকিৎসায় আরও একটি হাসপাতালে কোভিড ওয়ার্ডের উদ্বোধন হল। সোমবার ডেবরা সুপার স্পেশালিটিতে কোভিড ওয়ার্ডের দ্বারোদ্ঘাটন করেন সাংসদ দেব। সঙ্গে ছিলেন মন্ত্রী হুমায়ুন কবীর, জেলাশাসক রশ্মি কমল, মহকুমাশাসক আজমল হোসেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই মণ্ডল প্রমুখ।

Advertisement

জেলায় আপাতত শালবনি সুপার স্পেশালিটি ও মেদিনীপুর সদরে আয়ুষ হাসপাতালে রয়েছে করোনা চিকিৎসার ব্যবস্থা। এ বার সেই তালিকায় জুড়ে গেল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালও। এই হাসপাতালের ১০০টি শয্যা নিয়ে করোনা চিকিৎসায় কোভিড ওয়ার্ড গড়ে তোলা হয়েছে। ২০টি শয্যায় রয়েছে এইচডিইউ পরিকাঠামো। হাসপাতালের একতলার একাংশ, দোতলা ও তিনতলায় চলা এই কোভিড ওয়ার্ডে যাতায়াতের জন্য পৃথক পথ তৈরি করা হয়েছে। রয়েছে আলাদা লিফট।

ঝাঁ চকচকে এই কোভিড ওয়ার্ড উদ্বোধনের পরে ওয়ার্ডটি ঘুরে দেখেন দেব। ওই ওয়ার্ডের কর্তব্যরত নার্সদের সঙ্গে নিজেই নিজস্বী তোলেন তারকা সাংসদ। পরে দেব বলেন, “উন্নত পরিকাঠামোযুক্ত এই একশো শয্যার কোভিড হাসপাতাল গড়ে তোলা হয়েছে। এতে আরও বেশি সংখ্যক মানুষ উন্নত করোনা চিকিৎসার সুবিধা পাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে কাউকে এই কোভিড ওয়ার্ডে ভর্তি হতে না হয়। সকলে যাতে সুস্থ থাকেন।’’ সকলকে মাস্ক পরার, দূরত্ব বজায়ের রাখার নতো করোনা বিধিগুলি মেনে চলার আহ্বানও জানান তিনি। সেই সঙ্গে চিকিৎসক, নার্স-সহ সব করোনা যোদ্ধা সব স্বাস্থ্যকর্মীকে কুর্ণিশ জানান এই তারকা সাংসদ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন