বর্ষশেষের ভিড় সামলাতে তৈরি হচ্ছে দিঘা

বড়দিন থেকে ইংরেজি নববর্ষ— প্রতি বছরই দিঘায় উপচে পড়ে পর্যটকদের ভিড়। আর ওই পর্যটকদের স্বাগত জানাতে সাজছে দিঘা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

ওল্ড দিঘার সৈকতে চলছে ঘাট সারানোর কাজ। নিজস্ব চিত্র

বড়দিন থেকে ইংরেজি নববর্ষ— প্রতি বছরই দিঘায় উপচে পড়ে পর্যটকদের ভিড়। আর ওই পর্যটকদের স্বাগত জানাতে সাজছে দিঘা।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, সমুদ্রের উত্তাল ঢেউর ধাক্কায় বেশ কিছু বড় বোল্ডার ওল্ড দিঘা সৈকতাবাসের সামনে কংক্রিটের ঘাটের উপর উঠে এসেছিল। এতে ওই ঘাটের যেমন ক্ষতি হয়েছে, তেমন বোল্ডারগুলির জন্য পর্যটকদের যাতায়াতেরও অসুবিধা হচ্ছিল। বৃহস্পতিবার থেকে বুলডোজার দিয়ে ওই বোল্ডার সরানোর কাজ শুরু হয়েছে। ভেঙে যাওয়া কংক্রিটের ঘাট নতুন করে ঢালাই করা হচ্ছে। সৌন্দর্যায়নের জন্য গত দু’দিন ধরে উন্নয়ন পর্ষদের ‘ব্ল্যাক ফোর্স’ বেশ কিছু অস্থায়ী দোকান উচ্ছেদও করেছে।

স্থানীয় সূত্রের খবর, ওল্ড দিঘার বিভিন্ন অংশে হোটেলগুলির নিকাশি জল পাইপ দিয়ে জগন্নাথ ঘাটের কাছে আসে। সেখানে একটি বড় ট্যাঙ্ক থেকে ওই জল সমুদ্রে চলে যায়। অভিযোগ, ওই অংশে পলি জমে, থার্মোকল, প্লাস্টিক আটকে পাইপ বদ্ধ হচ্ছিল। বড়দিনে এমন ঘটনা এড়াতে ওই বড় ট্যাঙ্কের উপর পাম্প বসিয়ে জল দিয়ে পাইপ লাইন পরিষ্কার করা হয়।

Advertisement

পিকনিক করতে আসা গাড়িগুলিকে এবার হেলিপ্যাড ময়দানের কাছে পার্কিংয়ের ব্যবস্থা করেছে পর্ষদ। শুধু তাই নয় দিঘাকে দূষণ মুক্ত রাখতে সমুদ্র লাগোয়া ঝাউ জঙ্গলে যত্রতত্র পিকনিক করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের জন্য নির্দিষ্ট করা হয়েছে পিকনিক স্পট। এছাড়া, দূষণ এড়াতে একটি বেসরকারি সংস্থার সদস্যেরা ওল্ড থেকে নিউ দিঘায় নজরদারি চালাবে। এছাড়া, শিবালয় রোড-সহ ওল্ড এবং নিউ দিঘার কয়েকটি রাস্তা মেরামতির কাজ শুরু করা হয়েছে।

পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়ে এ দিন ওল্ড দিঘা সৈকতাবাস ‘দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ’ প্রস্তুতি বৈঠক করে। সেই বৈঠকে ছিলেন কাঁথির মহকুমাশাসক শুভময় ভট্টাচার্য, রামনগর-১ এর বিডিও আশিসকুমার রায় প্রমুখ। নিরাপত্তার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। জেলা পুলিশ সূত্রের খবর, দিঘায় এই সময় বাইরে থেকে বাড়তি ফোর্স আনা হচ্ছে। কোস্টাল পুলিশও জলপথে নজরদারি চালাবে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, “প্রতি বছরের মতো এবারেও আমরা প্রস্তুত হচ্ছি। অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশও এবার দিঘায় নজরদারি চালাবে। মহিলা পুলিশের সংখ্যাও বাড়ানো হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন