Fake Lottery

পশ্চিমবঙ্গ-সহ পড়শি রাজ্যে জাল লটারি বিক্রি! ঝাড়গ্রামে চক্রের হদিস, গ্রেফতার এক

অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার জাল লটারি, লটারি ছাপানোর মেশিন, কাটিং মেশিন-সহ একাধিক কম্পিউটার এবং নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫
Share:

— প্রতীকী চিত্র।

বাড়িতে বসেই চলছিল দেদার জাল লটারির কারবার। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল জাল লটারির এক কারবারিকে। ধৃতের নাম শেখ সাদেকুল হক আনসারি। তাঁর বাড়ি ঝাড়গ্রামের চিঁচিড়া এলাকায়। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

সোমবার রাতে জামবনি থানার পুলিশের একটি দল চিঁচিড়া বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার জাল লটারি, লটারি ছাপানোর মেশিন, কাটিং মেশিন-সহ একাধিক কম্পিউটার এবং নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় জাল লটারির কারবারের সঙ্গে যুক্ত ৩০ বছরের আনসারিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় লটারি সংস্থার নামে এই জাল টিকিট বিক্রি করা হত। আসল লটারির ফলাফলের সঙ্গে মিলিয়ে বাজারে জাল লটারি চালানো হত। প্রতিদিন কোটি টাকা মূল্যের জাল লটারি ছাপাখানায় ছাপানো হত বলেও জানা গিয়েছে। ওই ঘটনার আরও কেউ জড়িত কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement