ইন্দিরার পরে মোদী, স্মৃতির কলেজ মাঠে আজ প্রধানমন্ত্রী

ভরা আষাঢ়ে মাঠ ভরাতে বালির বাঁধ

খানিক বৃষ্টি হলেই মাঠে জল জমছে। সেই জল বের করতে হিমশিম খাচ্ছেন ঠিকাকর্মীরা। কয়েকদিন ধরে এমনই হাল মেদিনীপুরের কলেজ-কলেজিয়েট স্কুল মাঠের। আজ, সোমবার এখানেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বৃষ্টিই ভাবাচ্ছে বিজেপিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০২:৪৪
Share:

জল-আতঙ্ক: দফায় দফায় বৃষ্টিতে জল জমেছে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুলের মাঠে। কাদায় পা ফেলা দায়। ছবি: দেবরাজ ঘোষ

খানিক বৃষ্টি হলেই মাঠে জল জমছে। সেই জল বের করতে হিমশিম খাচ্ছেন ঠিকাকর্মীরা। কয়েকদিন ধরে এমনই হাল মেদিনীপুরের কলেজ-কলেজিয়েট স্কুল মাঠের। আজ, সোমবার এখানেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বৃষ্টিই ভাবাচ্ছে বিজেপিকে।

Advertisement

রবিবারও মেদিনীপুরে বৃষ্টি হয়েছে। কখনও ভারী, কখনও মাঝারি। সব দেখে মূল সভামঞ্চের সামনে বালি ফেলা হয়েছে। মাঠ পরিদর্শনের সময়ে বিজেপির এক রাজ্য নেতার উদ্বেগ, “সোমবার বৃষ্টি হলে যে কী হবে!”

রবিবার রাতেও সভামঞ্চের কাজ চলেছে। বৃষ্টির জেরে মাঝেমধ্যে কাজ ব্যাহত হয়েছে। ফলে, সব কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়নি। না হলে মূলমঞ্চের কাজ এ দিন বিকেলের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। মূলমঞ্চের কাঠামো খানিক বদলে ফেলাও হয়েছে। শুরুতে যে পরিকল্পনা ছিল স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-র নির্দেশে সেই পরিকল্পনায় খানিক বদল আনা হয়েছে। আগের কাঠামো সরিয়ে নতুন করে কাঠামো তৈরি হয়েছে। রাজ্য বিজেপির এক নেতা মানছেন, “মঞ্চের কাঠামো খানিক বদলাতে হয়েছে।’’

Advertisement

ধারাপাত

• বুধবার ৫.২

• বৃহস্পতিবার ১৮.৪
• শুক্রবার ১৭.২
• শনিবার ৯.৮
• রবিবার ২৫.৫

গত পাঁচ দিনে মেদিনীপুর শহরে বৃষ্টিপাত, পরিমাণ মিলিমিটারে

সন্ধিক্ষণ

• এই প্রথম মেদিনীপুর শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

• শহরে দ্বিতীয় বার আসছেন কোনও প্রধানমন্ত্রী, ১৯৬৯ সালে এসেছিলেন ইন্দিরা গাঁধী

• সভা করেছেন রাজীব গাঁধী, লালকৃষ্ণ আডবাণী

আঁটোসাঁটো

• মূল সভামঞ্চ ৪০০ বর্গফুটের

• সভাস্থলে স্নিফার ডগ, মাঠে একশো সিসি ক্যামেরা

• কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারেই শহরে আসবেন মোদী

• মেদিনীপুরে একাধিক হেলিপ্যাড

• রবিবার একাধিক রুটে মহড়া

যান-শাসন

• ধর্মা দিয়ে কোনও গাড়ি শহরে ঢুকবে না

• রাঙামাটি ও কেরানিচটির কাছে পার্কিং জোন

• সভাস্থলের কাছে ও সব ব্লক সদরে বিজেপির ক্যাম্প

এ দিনও সভাস্থলের কাজ দেখভাল করেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। সকালে বৃষ্টি শুরু হতে চিন্তিত দেখিয়েছে তাঁকেও। বৃষ্টি হলে তো সভা পণ্ড হতে পারে? রাজু অবশ্য বলেন, “তা হবে না। বৃষ্টি হলেও সভা হবে। সেই ব্যবস্থা করা হয়েছে। সামনের দিকে ছাউনি থাকছে তো।’’ তাঁর সংযোজন, “বৃষ্টি হলে মাঠের কী পরিস্থিতি হয়, কয়েকদিন ধরেই তা আমরা দেখার সুযোগ পেয়েছি। সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছে।” বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ও বলেন, “বৃষ্টি হলেও তেমন সমস্যা হবে না। সভা ভাল ভাবেই হবে। ছাউনির মধ্যেই অনেক লোক থাকবেন।”

বিজেপি সূত্রে খবর, মাঠের অনেক এলাকা জুড়েই ছাউনির ব্যবস্থা হয়েছে। এর আগে কোনও সভায় মেদিনীপুরের এই মাঠে এতটা জুড়ে ছাউনি হয়নি। মূল সভামঞ্চটি হয়েছে কমবেশি ৪০০ বর্গফুটের। এই মঞ্চেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পাশে আরেকটি মঞ্চও হয়েছে। এটি কমবেশি ৫৫০ বর্গফুটের। এখানে দলের কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতৃত্ব থাকবেন। মূলমঞ্চের সামনের দিকে লম্বা ছাউনি করা হয়েছে। এই ছাউনিটি কমবেশি ২৬ হাজার বর্গফুটের। দু’দিকে আরও দু’টি লম্বা ছাউনি করা হয়েছে। এই ছাউনি দু’টি কমবেশি ২২ হাজার বর্গফুটের করে। রবিবার সভাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। ছিলেন এসপিজি-র আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement