ঘাটাল-চন্দ্রকোনা সড়কে চালু উড়ালপুল

আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি। যদিও বর্ষায় সাধারণ মানুষকে সমস্যা থেকে মুক্তি দিতে চালু করে দেওয়া হল ঘাটাল-চন্দ্রকোনা সড়কের দু’নম্বর চাতালের (কজওয়ে) উড়ালপুল। বৃহস্পতিবার সকাল থেকে এই সেতুতে যান চলাচল শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০০:০৯
Share:

নতুন উড়ালপুলে যান চলাচল।ছবি: কৌশিক সাঁতরা।

আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি। যদিও বর্ষায় সাধারণ মানুষকে সমস্যা থেকে মুক্তি দিতে চালু করে দেওয়া হল ঘাটাল-চন্দ্রকোনা সড়কের দু’নম্বর চাতালের (কজওয়ে) উড়ালপুল। বৃহস্পতিবার সকাল থেকে এই সেতুতে যান চলাচল শুরু হয়েছে। বুধবার বিকেল থেকেই সেতুতে যান চলাচলের অনুমতি দেয় পূর্ত দফতর। পূর্ত দফতরের জেলা নির্বাহী বাস্তুকার প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করেই সেতুটি চালু করে দেওয়া হয়েছে। দ্রুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে সেতুর উদ্বোধন করবেন।”

Advertisement

পূর্ত দফতর সূত্রে খবর, ২০১৩ সালে এই উড়ালপুলের কাজ শুরু হয়। সেতুর কাজ- চলায় এতদিন উড়ালপুল সংলগ্ন ঘাটাল শহরের ময়রাপুকুর মোড় থেকে একটি অস্থায়ী মোরাম রাস্তা তৈরি করে দিয়েছিল পূর্ত দফতর। সেই রাস্তা দিয়েই যান চলাচল করত। যদিও কালভার্টের কাজের জন্য রাস্তায় যানজট ছিল নিত্যদিনের ঘটনা। এ ছাড়া প্রতি বছর বর্ষায় নদীর জল বাড়লে ভেসে যেত দু’নম্বর চাতাল। বন্ধ হয়ে যেত যান চলাচল। তখন ভরসা ছিল নৌকো। উড়ালপুল চালু হওয়ায় এ বার সেই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement