বালিচকে ফুটবল টুর্নামেন্ট

জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদ আয়োজিত ‘সুব্রত মুখোপাধ্যায় ফুটবল টুর্নামেন্টে’র মহকুমাস্তরের প্রতিযোগিতা শুরু হল। রবিবার বালিচক ভজহরি ইনস্টিটিউশনের ময়দানে এই অনূর্ধ্ব ১৪ ফুটবল প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের খেলার আয়োজন হয়।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০০:৩৮
Share:

জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদ আয়োজিত ‘সুব্রত মুখোপাধ্যায় ফুটবল টুর্নামেন্টে’র মহকুমাস্তরের প্রতিযোগিতা শুরু হল। রবিবার বালিচক ভজহরি ইনস্টিটিউশনের ময়দানে এই অনূর্ধ্ব ১৪ ফুটবল প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের খেলার আয়োজন হয়। এ বার খড়্গপুর মহকুমার খড়্গপুর-১, নারায়ণগড়, সবং, ডেবরা, পিংলার ব্লকের বিভিন্ন স্কুলের ৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। খেলা শেষে পিংলার বরিষা, সবংয়ের ভেমুয়া, বসন্তপুর ও খড়্গপুর-১ ব্লকের বারবাসি হাইস্কুল মিলিয়ে মোট চারটি দল সেমিফাইনালে পৌঁছয়। আগামী ১৯ জুলাই প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা ওই মাঠেই অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। ক্রীড়া পর্ষদের ফুটবল প্রতিযোগিতার আহ্বায়ক দিলীপ সাঁই বলেন, “এই মহকুমাস্তর থেকে ফাইনালে পৌঁছনো দলটি জেলাস্তরে অংশগ্রহন করবে। পরে রাজ্যস্তরে ও শেষে দিল্লিতে জাতীয়স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement