নতুন পথ খুঁজে দলমার হাতি গিধনির কাছে

ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলেইচ্চি-র কথায়, “এই এলাকায় আগে কখনও দলমার পাল ঢোকেনি। সে জন্য সতর্ক ভাবে পদক্ষেপ করা হচ্ছে।’’ তাঁর দাবি, হাতির দলটিকে জোর করে খেদানোর চেষ্টা হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে হাতির দল যাতে কোনও ভাবেই লোকালয়ে ঢুকতে না পারে, সে জন্য সতর্ক রয়েছে বনকর্মী ও হুলাপার্টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ০১:২৪
Share:

দলমার ২২টি হাতির পাল চলে এল ঝাড়গ্রাম জেলার জামবনির ব্লক সদর গিধনির খুব কাছে। এই এলাকায় এমন ঘটনা প্রথম। ফলে চিন্তায় বন দফতর। উদ্বেগে এলাকাবাসীও।

Advertisement

দফতর সূত্রে খবর, গত মঙ্গলবার ভোরে হাতির দলটি ঝাড়খণ্ড সীমানার চাঁদুয়াজোকা জঙ্গল দিয়ে ঝাড়গ্রাম জেলার গিধনি রেঞ্জের কানাইশোল বিটের বেঞ্চাশোল জঙ্গলে ঢুকে পড়ে। মঙ্গলবার দিনভর ওই জঙ্গলেই ছিল দলটি। রাতে বনকর্মী ও হুলাপার্টির লোকজন হাতিগুলিকে ঝাড়খণ্ডের দিকে পাঠানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই তাদের সীমানা পার করা যায়নি। উল্টোপথে ফিরে গিধনির খাটগেড়িয়া জঙ্গলে চলে আসে তারা।

এলাকায় খবর রটে যেতেই আতঙ্ক ছড়ায় গিধনিতে। বুধবার বিকেলে গিধনির উপকণ্ঠে তুলসিবনির জঙ্গলে চলে আসে দলটি। হাতি দেখার জন্য জঙ্গল লাগোয়া পিচ রাস্তায় ভিড় করেন কৌতূহলীরা। হাতি যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে, সে জন্য এলাকা ঘিরে ফেলেন হুলপার্টি ও বনকর্মীরা।

Advertisement

ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলেইচ্চি-র কথায়, “এই এলাকায় আগে কখনও দলমার পাল ঢোকেনি। সে জন্য সতর্ক ভাবে পদক্ষেপ করা হচ্ছে।’’ তাঁর দাবি, হাতির দলটিকে জোর করে খেদানোর চেষ্টা হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে হাতির দল যাতে কোনও ভাবেই লোকালয়ে ঢুকতে না পারে, সে জন্য সতর্ক রয়েছে বনকর্মী ও হুলাপার্টি।

গত দু’মাসে দলমার তিনটি দল ঝাড়খণ্ড সীমানা দিয়ে বেলপাহাড়ি ব্লক এলাকা হয়ে ঝাড়গ্রাম জেলায় ঢুকেছে। আগের তিনটি দলের ৮৫টি হাতি এখন পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়া বনাঞ্চলে রয়েছে। হাতি ঠেকাতে ঝাড়খণ্ড সীমানায় বেলপাহাড়ির কাঁকড়াঝোরে নজরদারি চালাচ্ছে ঝাড়গ্রাম বন বিভাগ।

কিন্তু এ বার পরিযায়ী হাতিদের চতুর্থ দলটি নতুন পথ খুঁজে জামবনি ব্লক এলাকা দিয়ে ঝাড়গ্রামে ঢুকে পড়ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন