Saumen Kumar Mahapatra

ঘরে পড়ে গিয়ে চোট! কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ২৩:৪১
Share:

সৌমেনকুমার মহাপাত্র।

কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেনকুমার মহাপাত্র। বৃহস্পতিবার সকালে তমলুকের বিধায়ক সৌমেনকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে খবর, পড়ে গিয়ে চোট পেয়েছেন বিধায়ক।

Advertisement

সৌমেন আপ্তসহায়ক দেবপ্রসাদ চক্রবর্তী জানান, বুধবার অর্থাৎ ১৫ নভেম্বর রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরেন সৌমেন। বাড়িতে নিজের ঘরে পাজামা খুলতে গিয়ে পা পিছলে বিছানার উপর পড়ে যান তিনি। আঘাত পান গলায়। সকালে ঘুম থেকে উঠে আর কথা বলতে পারছিলেন। সেই কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, সৌমেনবাবুর গলায় জোর ধাক্কা লাগার কারণে রক্ত জমাট বেঁধে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement