লরি ফেরতের অভিযোগে ধৃত

৪১নম্বর জাতীয় সড়ক দিয়ে হলদিয়ামুখী লরিকে ফেরত পাঠানোর অভিযোগে চারজন লরি মালিককে গ্রেফতার করল পুলিশ। সোমবার ভবানীপুরের কাষ্ঠখালির ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০০:৫১
Share:

৪১নম্বর জাতীয় সড়ক দিয়ে হলদিয়ামুখী লরিকে ফেরত পাঠানোর অভিযোগে চারজন লরি মালিককে গ্রেফতার করল পুলিশ। সোমবার ভবানীপুরের কাষ্ঠখালির ঘটনা। এদিন ভবানীপুরের কাষ্ঠখালিতে হলদিয়া মোটর ট্রান্সপোর্ট লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা হলদিয়ামুখী খালি লরিকে হলদিয়ার দিকে ঢুকতে না দিয়ে জোর করে ফেরত পাঠাচ্ছিল বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এ দিন ভবানীপুর থানার ওসি রাজা মুখোপাধ্যায় বিরাট পুলিশ বাহিনী নিয়ে কাষ্ঠখালি পৌছান। লাঠিচার্জ করে লরি মালিকদের সরিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ চারজনকে গ্রেফতার করে। ধৃত চার লরি মালিককে সোমবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম বিশ্বজ্যোতি চট্টোপাধ্যায় তাদের জামিন দেন। হলদিয়া মোটর ট্রান্সপোর্ট লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পশুপতি সাহু জানান, ‘‘আমরা রাস্তা অবরোধ করিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement