আরও স্মার্ট মেদিনীপুর

নিখরচার নেটচর্চা এ বার শহর মেদিনীপুরেও। পুরসভার উদ্যোগে শহরে রবিবার চালু হয়েছে ‘ফ্রি ওয়াইফাই জোন’। আপাতত, শহরের এলআইসি মোড় ও তার আশপাশে ৫০০ মিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে এই পরিষেবা মিলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২২ মে ২০১৭ ০১:৪৫
Share:

মুঠোয়: ওয়াইফাই ব্যহারের ধুম। এলআইসি মোড়ে। নিজস্ব চিত্র

নিখরচার নেটচর্চা এ বার শহর মেদিনীপুরেও। পুরসভার উদ্যোগে শহরে রবিবার চালু হয়েছে ‘ফ্রি ওয়াইফাই জোন’। আপাতত, শহরের এলআইসি মোড় ও তার আশপাশে ৫০০ মিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে এই পরিষেবা মিলবে। ক্রমে অন্যত্রও পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। রবিবার সন্ধ্যায় এলআইসি মোড়ে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুরপ্রধান প্রণব বসু। তিনি বলেন, “শহরের এই অংশে উন্নতমানের ওয়াইফাই পরিষেবাই মিলবে।’’

Advertisement

এ দিন সন্ধ্যায় যখন ওয়াইফাই চালু হল, তখন শহরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় করেই ভিড় জমেছিল এলআইসি মোড়ের কাছে বিদ্যাসাগর মূর্তির চারপাশে। বেশিরভাগই যুবক-যুবতী। সকলেই নিখরচার নেট ব্যবহার করছেন। সেই ভিড়ে থাকা সৌম্যদীপ দাস, অঙ্কিতা মাইতিরা বললেন, ‘‘নিজের শহরে এমন সুযোগ সত্যিই দারুণ অভিজ্ঞতা। নেটের স্পিডও ভালই।’’ এ বার থেকে কিছু ডাউনলোডের প্রয়োজন পড়লে, তাঁরা এই এলাকায় আসবেন বলেও জানালেন। সব মিলিয়ে এই পরিষেবা চালু হওয়ায় মেদিনীপুরবাসী খুশি, বিশেষ করে অল্পবয়সীরা। আর এক কলেজ পড়ুয়া ব্রততী ঘোষের কথায়, “শহরের সর্বত্র মাঝে মাঝে নেটওয়ার্ক থাকে না। আশা করি, মেদিনীপুর পুরসভার চালু করা ওয়াইফাইয়ের টাওয়ার সব সময় পাওয়া যাবে।’’

শহরে ফ্রি ওয়াইফাই জোন চালুর বিষয়টি দেখভাল করছেন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী। নির্মাল্যবাবু বলেন, “এলআইসি মোড় দিয়ে শুরু হল। পরে পরে শহরের আরও ৯টি এলাকায় এমন জোন চালুর পরিকল্পনা রয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।’’ পুরসভার এক সূত্রে খবর, বাসস্ট্যান্ড চত্বর, বটতলাচক, কেরানিতলা, স্টেশন রোড, গোলকুয়াচক, সিপাইবাজার প্রভৃতি এলাকায় ফ্রি ওয়াইফাই চালুর পরিকল্পনা রয়েছে।

Advertisement

শহর মেদিনীপুরে এই পরিষেবা দেওয়ার জন্য এক সংস্থার সঙ্গে পুরসভার চুক্তি হয়েছে। কী ভাবে মিলবে এই নিখরচার নেট পরিষেবা? পুরসভা সূত্রে খবর, এর জন্য স্মার্টফোন বা ল্যাপটপ নিয়ে শহরের ফ্রি ওয়াফফাই জোনে এলেই হবে। তারপর ওয়াইফাই অন করলেই ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) মোবাইলের মেসেজে চলে আসবে। তারপর সেই পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলেই ফ্রি ইন্টারনেটের সুবিধে পাওয়া যাবে। এ জন্য প্রাথমিক ভাবে প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছে।

এক সময়ে রেলশহর খড়্গপুরেও ফ্রি ওয়াইফাই জোন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই মতো পরিকল্পনা করা হয়। ঠিক ছিল, প্রথম পর্যায়ে পুরসভা ও তার আশপাশের এলাকার ১ হাজার মিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে এই পরিষেবা চালু করা হবে। যদিও সেই উদ্যোগ এখনও কার্যকর হয়নি। রেলশহরে অবশ্য আইআইটি চত্বর এবং রেলস্টেশন চত্বরে ফ্রি ওয়াইফাই রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন