পুলিশের জন্য হেলমেট নির্দেশিকা

মোটর বাইক চালালে এ বার পুলিশ কর্মী-সহ পদস্থ কর্তাদের হেলমেট পরার নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০১:২৯
Share:

মোটর বাইক চালালে এ বার পুলিশ কর্মী-সহ পদস্থ কর্তাদের হেলমেট পরার নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার। গত ২৩ সেপ্টেম্বর জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ এ ব্যাপারে লিখিত ভাবে নির্দেশও জারি করেছেন। হেলমেট বিহীন কোনও পুলিশ কর্মী বাইক চালালে তাঁকে সাসপেন্ড করা হবে। শুধু নিচু তলার কর্মীরা নন, পদস্থ পুলিশ কর্তাদের ক্ষেত্রেও একই নিয়ম চালু হয়েছে।

Advertisement

পুলিশ সুপারের নির্দেশ প্রতিটি থানায় পৌঁছানোর পরই হেলমেট কেনার হিড়িক পড়ে গিয়েছে থানায় থানায়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক ওসির কথায়, “আমার থানায় দশটি বাইক রয়েছে। কিছু হেলমেট ছিল। পুলিশ সুপারের ওই নির্দেশের পর থানা থেকে আরও ২২টি হেলমেট কিনেছি। কেননা, কখনও একটা বাইকে তিনজন করেও থাকেন।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ বা ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ ঘোষণার পরই রাজ্য জুড়েই শুরু হয় ধড়পাকড়। নিয়মিত পুলিশের নজরদারিও চলছে। হেলমেট না থাকলে মামলা, জরিমানা করাও হচ্ছে। কিন্তু বহু ক্ষেত্রে পুলিশই হেলমেট না-পরে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এতে পুলিশের ভাব মূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করেন অনেকেই। জেলার এক পুলিশ কর্তার কথায়, “থানার কাজ বা ব্যাক্তিগত, যে কোনও পদের পুলিশ কর্মী মোটর বাইক চালালে হেলমেট পরতেই হবে। নির্দেশ মানা হচ্ছে কিনা তা জানার জন্য ওসিদের প্রতিদিন কন্ট্রোল রুমে রিপোর্ট দিতে হবে। হেলমেট বিহীন কোনও পুলিশ কর্মী বাইক চালানোর সময় পদস্থ কর্তার নজরে এলেই ছবি পাঠানো হবে পুলিশ সুপারকে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন