হুল উৎসব ঝাড়গ্রামে

এ বার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। ৩০ জুন বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর, অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০২:০৬
Share:

এ বার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। ৩০ জুন বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর, অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো প্রমুখ।

Advertisement

ঝাড়গ্রাম শহরের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের মাঠে হুল দিবসের অনুষ্ঠান হবে। উৎসব চলবে ৩০ জুন-২ জুলাই পর্যন্ত। এই উপলক্ষে আদিবাসী ও অন্যান্য লোকশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এ ছাড়াও ‘সাঁওতাল বিদ্রোহের ইতিহাস’ ও ‘উন্নয়নের পথে জঙ্গলমহল’ শীর্ষক প্রদর্শনী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের তৈরি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়-সহ অন্য অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “এ বার রাজ্যস্তরের হুল দিবস পশ্চিম মেদিনীপুরেই উদ্‌যাপন হবে। ঝাড়গ্রামে তিন দিন ধরে নানা অনুষ্ঠান হবে। সেই মতোই সব প্রস্তুতি সারা হচ্ছে।”

Advertisement

ভ্রম সংশোধন। সোমবার এই সংস্করণে প্রকাশিত ‘মাদক কারবারিদের টাকা দিচ্ছে পুলিশ’ শীর্ষক প্রতিবেদনের শিরোনামটি ভুল লেখা হয়েছে। আসলে খড়্গপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ রবিবার অভিযোগ করেন, ‘‘এই শহরে পুলিশ-মাফিয়া যোগসাজশ রয়েছে। মাদক কারবারিরা পুলিশকে টাকা দিচ্ছে।’’ অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement