হাসপাতালে নজর ক্যামেরা চাই, আর্জি পুলিশের কাছে

রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় খড়্গপুর মহকুমা হাসপাতালে সিসিটিভি ক্যামেরার অভাবের কথা পুলিশকে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০১:৪০
Share:

রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় খড়্গপুর মহকুমা হাসপাতালে সিসিটিভি ক্যামেরার অভাবের কথা পুলিশকে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

বুধবার রাতে হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে গিয়েছিলেন টাউন থানার আইসি। তখনই হাসপাতাল সুপার আরও ২০টি সিসি ক্যামেরা প্রয়োজন বলে জানিয়েছেন। গত নভেম্বরে হাসপাতাল চত্বরে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। তার পরেও গত ১ ফেব্রুয়ারি রোগী মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল হাসপাতাল। প্রহৃত হন এক চিকিৎসক। অভিযুক্তদের শনাক্ত করতে বেগ পেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। কারণ, যেখানে ওই চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন, সেখানে কোনও নজরদারি ক্যামেরা নেই। এমনকী প্রবেশপথ-সহ হাসপাতাল চত্বরের অনেক অংশই রয়েছে নজরদারি ক্যামেরার আওতার বাইরে।

বুধবারই নবান্নে একটি কমিটি গঠন করে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেও সিসি ক্যামের উপরে জোর দেওয়া হয়েছে। টাউন থানার আইসিকে হাসপাতালে পেয়ে সিসিটিভি-র তালিকা দিয়েছেন সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, “আমাদের হাসপাতালে যে ১৬টি সিসিটিভি ক্যামেরা রয়েছে তা নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। টাউন থানার আইসি নিরাপত্তা নিয়ে খোঁজ নিতে এসেছিলেন। ২০টি সিসি ক্যামেরা প্রয়োজন বলে ওঁকে জানিয়েছি।” হাসপাতাল থেকে বেশ কয়েকজন আয়াকে বের করা হয়েছে বলেও জানিয়েছেন সুপার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন