আইআইটিতে হিজলি শহিদ দিবস

আইআইটি চত্বরে পালিত হল শহিদ দিবস। প্রতিবছরের মতো নেহরু মিউজিয়াম কর্তৃপক্ষের উদ্যোগে শহিদবেদিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইতিহাসবিদ শ্যামাপদ ভৌমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৬
Share:

শহিদ স্মরণ অনুষ্ঠান। —নিজস্ব চিত্র

আইআইটি চত্বরে পালিত হল শহিদ দিবস। প্রতিবছরের মতো নেহরু মিউজিয়াম কর্তৃপক্ষের উদ্যোগে শহিদবেদিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইতিহাসবিদ শ্যামাপদ ভৌমিক।

Advertisement

১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর হিজলি জেল বন্দি তারকেশ্বর সেনগুপ্ত, সন্তোষকুমার মিত্র, অজয় মুখোপাধ্যায়-সহ আরও কয়েক জনের উপর রাতের অন্ধকারে পাগলা ঘণ্টি বাজিয়ে নির্বিচারে গুলি চালান তৎকালীন জেলাশাসক ডগলাস। মারা যান তারকেশ্বর সেনগুপ্ত ও সন্তোষকুমার মিত্র। সন্তোষকুমার ছিলেন সুভাষচন্দ্র বসুর সহপাঠী। ১৮১৮ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম বিভাগে প্রথম হয়ে স্নাতক হন তিনি। মাস্টারদা সূর্য সেনের সহকর্মী তারকেশ্বর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যোদ্ধা ছিলেন। হিজলি জেলে পুলিশের গুলিতে তাঁদের মৃত্যুর পরের দিন মৃতদেহ নিয়ে নেতাজি মিছিল করেন কলকাতা পর্যন্ত। ওই বছর ২৬ সেপ্টেম্বর কলকাতার শহিদ মিনারের নীচে প্রতিবাদ সভা করেন রবীন্দ্রনাথ। ১৯৩২ সালের ৩০ এপ্রিল বিপ্লবীদের গুলিতে নিহত হন ডগলাসও।

১৯৩৭ সালে হিজলি জেল পরিদর্শনে আসেন মোহনদাস কর্মচন্দ গাঁধী। তারপরই বন্ধ করে দেওয়া হয় বন্দি নিবাসটি। স্বাধীন ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে ১৯৫১ সালের ১৮ অগস্ট থেকে এই ভবনেই শুরু হয় টেকনিক্যাল ইনস্টিটিউশন। গড়া হয় প্রতিষ্ঠানের নতুন ভবন। ১৯৯০ সালে পুরনো ওই ভবনে চালু হয় নেহরু মিউজিয়াম। সেই থেকে আইআইটি কর্তৃপক্ষ এই দিনটি পালন করে আসছে। বছর দু’য়েক আগে মুক্তি পেয়েছে হিজলি সংশোধনাগার নিয়ে তথ্যচিত্রও।

Advertisement

বিজেপির উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল শনিবার। এ দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ফল বিতরণ করেন বিজেপির নেতা-কর্মীরা। রোগীর পরিজনদের সঙ্গে কথাও বলেন তাঁরা। পরিষেবার সমস্যা নিয়েও জানতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন