পূর্বে আজ থেকে শুরু মনোনয়ন জমা

পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হচ্ছে আজ থেকে। তমলুকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের অফিস ছাড়াও হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমাশাসকের অফিসে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০০:৫২
Share:

পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হচ্ছে আজ থেকে। তমলুকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের অফিস ছাড়াও হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমাশাসকের অফিসে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

Advertisement

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য বলেন, ‘‘জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীপদে মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হবে সোমবার থেকে। এই মনোনয়নপত্র জমা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।’’

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে শেষ দফায় আগামী ৫ মে। গত ৪ মার্চ নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার আগেই অবশ্য জেলার নন্দীগ্রাম, খেজুরি, সুনিয়া সহ কয়েকটি স্পর্শকাতর এলাকায় টহল দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী চলে আসে। ভোটের আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা থাকা আসামিদের গ্রেফতার করতেও শুরু করেছে পুলিশ।

Advertisement

ইতিমধ্যে প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ভি কে সিংহ। জেলায় ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রশাসনিকভাবে ভোটের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিধানসভার প্রার্থীদের নাম ঘোষণা করে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন