জমিদাতাদের চাকরি চেয়ে মিছিলে তৃণমূল 

খড়্গপুরের সেই বিদ্যাসাগর শিল্পতালুকে এ বার জমিদাতাদের চাকরির দাবিতে আন্দোলনে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি! 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ০২:২৫
Share:

বিদ্যাসাগর শিল্পতালুকে আইএনটিটিইউসি-র মিছিল। নিজস্ব চিত্র

ধুঁকছে শিল্প। শিল্পতালুকের একটি কারখানায় শ্রমিকদের বেতনবৃদ্ধি না হওয়ায় শুরু হয়েছে ধর্মঘট। প্রভাব পড়েছে উৎপাদনে।

Advertisement

খড়্গপুরের সেই বিদ্যাসাগর শিল্পতালুকে এ বার জমিদাতাদের চাকরির দাবিতে আন্দোলনে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি!

বিজেপির বাড়বাড়ন্ত, কাটমানি বিক্ষোভের মধ্যে সম্প্রতি দলের শাখা সংগঠনগুলিতে অস্তিত্ব জানান দেওয়ার নিদান দিয়েছে তৃণমূল। দরকারে সরকারের বিরুদ্ধে সরব হতে বলা হয়েছে। তারই মধ্যে এমন ঘটনায় শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে।

Advertisement

বৃহস্পতিবার খড়্গপুরে বিদ্যাসাগর শিল্পতালুকের একটি স্টিলের সরঞ্জাম তৈরির কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নেমেছেন শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত সাড়ে চার বছর ধরে কম বেতনে কাজ করাচ্ছে। ৮ ঘন্টার বেশি কাজ করতে হচ্ছে বলেও অভিযোগ। এ দিন ওই শিল্পতালুকেই চাকরির দাবিতে মিছিল করে আইএনটিটিইউসি। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষ, তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতিরা। জমিদাতা পরিবারের সদস্যদের কারখানাগুলিতে চাকরির পাশাপাশি শ্রমিকদের নায্য বেতন, পিএফ, ইএসআই, বোনাসের দাবি ওঠে মিছিলে। বিরোধী শ্রমিক সংগঠনগুলির কটাক্ষ। আইএনটিটিইউসি ‘আই-ওয়াশ’ করছে।

স্টিলের সরঞ্জাম তৈরির ওই কারখানা দীর্ঘদিন ধরেই ধুঁকছে। আগে নিরাপত্তারক্ষীরা বেতন বৃদ্ধির দাবিতে অবস্থানে বসেছিলেন। এখন আন্দোলনরত শ্রমিক চিন্ময় সিংহ, সঞ্জয় পালেরা বলেন, “গত ডিসেম্বর থেকেই আমরা কারখানার মধ্যে আন্দোলন করছিলাম। কিন্তু সুফল না পাওয়ায় উৎপাদন বন্ধ করে ধর্মঘট পালন করছি।” কারখানা সূত্রে খবর, লোকসানের বহর বাড়ায় শ্রমিকদের দাবি পূরণ হচ্ছে না। আধিকারিকদের বেশ কয়েকজনও কাজ ছেড়েছেন। কারখানার ম্যানেজার (এইচআর)-এর মোবাইলে ফোন করা হলে নিজেকে হীরক সিংহ মহাপাত্র পরিচয় দিয়ে একজন ফোন ধরে এ দিন বলেন, “আমি কারখানার এইচআর অ্যাসিস্ট্যান্ট বলছি। আমাদের ম্যানেজার(এইচআর) কান্তিবাবু চাকরি ছেড়ে দিয়েছেন। ফোনটা এখন আমার কাছে রয়েছে। পরে কথা বলব।” পরে অবশ্য তিনি আর ফোন ধরেননি। আর শ্রম দফতরের উপ-শ্রম কমিশনার বিতান দে বলেন, “আমরা ওই কারখানার মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে বৈঠক ডেকেছি। দ্রুত উৎপাদন চালুর চেষ্টা করা হবে।”

কিন্তু জমিদাতাদের চাকরির দাবিতে হঠাৎ মিছিল কেন?

আইআইটিটিইউসি-র জেলা সভাপতি নির্মল ঘোষ বলেন, “শ্রমিক ও শিল্পের স্বার্থে আমাদের সরকার, শ্রম দফতর নানা কাজ করছে। কিন্তু শিল্প সংস্থাগুলি চাকরি দেবে বলে জমি নিয়ে চাকরি নেয়নি। জমি নিয়ে অনেকে ফেলে রেখেছে। শ্রমিকদেরও বেতনের জন্য আন্দোলন করতে হচ্ছে। তাই আমরা শিল্প সংস্থাগুলিকে বার্তা দিতে এই মিছিল করেছি।”

আইটাকের জেলা সম্পাদক বিপ্লব ভট্টের কটাক্ষ, “শ্রমিকদের এই অবস্থার জন্য আইএনটিটিইউসি দায়ী। তারা মালিকপক্ষের সঙ্গে গোপন আঁতাত করে দীর্ঘদিন আন্দোলন করেনি। আমাদেরও আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। এখন জমিদাতাদের কাছে অস্তিত্ব টেকাতে আইএনটিটিইউসি মিছিল করে আই-ওয়াশ করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন