ফাটল দেখতে তদন্তকারী দল

ভবনের চারদিকে মাটি ভরাট না করার জন্য ভূমি দফতরের অফিসে ফাটল দেখা গিয়েছিল বলে জানাল তদন্তকারী দল। বুধবার এগরা-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের ভবন বসে গিয়ে ফাটল হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০০:২৫
Share:

ভবনের চারদিকে মাটি ভরাট না করার জন্য ভূমি দফতরের অফিসে ফাটল দেখা গিয়েছিল বলে জানাল তদন্তকারী দল। বুধবার এগরা-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের ভবন বসে গিয়ে ফাটল হয়েছিল। বৃহস্পতিবার ঘটনাস্থলে তদন্তে আসেন পূর্ত দফতরের সামাজিক ক্ষেত্র বিভাগের চিফ ইঞ্জিনিয়ার অসীম মজুমদারের নেতৃত্বে তদন্তকারীদের একটি দল। অসীমবাবু বলেন, “নির্মিত ভবনের চারদিকে মাটি ভরাট না করার জন্য এই ঘটনা ঘটেছে। মাটি ভরাট করা উচিত ছিল। কেন করা হয়নি তা তদন্ত করে দেখা হবে।” তবে তাঁর দাবি, বিষয়টি প্রাথমিক তদন্তে অনুমানের ভিত্তিতে তিনি বলছেন। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে। জানান, এই ভবনে কাজ চালিয়ে যাওয়া আপাতত বিপজ্জনক নয়। তদন্তের পর তাঁরা ভবনের মেরামতির কাজ করবেন।

Advertisement

অম্বেডকর স্মরণে। হলদিয়া বন্দর আবাসন এলাকায় এ দিন অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন বহু বিশিষ্ট মানুষ। তাঁর জীবনী নিয়ে আলোচনা করেন প্রদীপ কুমার দাস। ছিলেন পুর কাউন্সিলর অনিমা হালদার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement