Dam Renovation Work

বাঁধে বরাদ্দ প্রায় পাঁচ কোটি

স্থানীয় সূত্রের খবর, ইচ্ছাপুর থেকে অমৃতবেড়িয়া পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশে নদের ভাঙন সমস্যা গুরুতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ০৭:৪১
Share:

বর্ষা আসার আগে মহিষাদলের অমৃতবেড়িয়ায় রূপনারায়ণ নদের ভেঙে যাওয়া বাঁধ সারানোর জন্য খুঁটি তৈরি চলছে । ছবি : পার্থপ্রতিম দাস।

জেলা সদর তমলুকের অদূরে রয়েছে নন্দকুমার। এই নন্দকুমারের ইচ্ছাপুর থেকে মহিষাদলের অমৃতবেড়িয়া পর্যন্ত রূপনারায়ণ নদের ভাঙন সমস্যা বহু পুরনো। প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় ভাঙন ঠেকাতে নদের বাঁধ শক্তপোক্ত করা এবং নদের জলস্রোত পরিবর্তনের পরিকল্পনায় কাজ শুরু করেছে সেচ দফতর।

স্থানীয় সূত্রের খবর, ইচ্ছাপুর থেকে অমৃতবেড়িয়া পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশে নদের ভাঙন সমস্যা গুরুতর। বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল ধরে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। ওই এলাকাতেই দনিপুর বাজারের কাছে নন্দীগ্রাম, চণ্ডীপুর, নন্দকুমার ব্লকের জন্য পানীয় জল সরবরাহ করতে ‘ইন্টেক জেটি’ গড়া হয়েছে। তাই ওই এলাকায় রূপনারায়ণের বাঁধ রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। সব কিছু ভাবনাচিন্তা করে বাঁধ শক্তপোক্ত করতে পদক্ষেপ করছে সেচ দফতর।

সেচ দফতর সূত্রের খবর, আপাতত ওই এলাকায় বাঁধের পাশে নদে পলি জমানোর লক্ষ্যে ‘ব্যাম্বু পর্কুপাইন’ পদ্ধতিতে তারের জালে ইটের টুকরো বোঝাই বাঁশের খাঁচা ফেলা হচ্ছে। এছাড়াও, বাঁধ পোক্ত করতে ব্লক পিচিং চলছে। এছাড়া, নদের ভাঙন প্রবণতা কমাতেই বাঁধের কাছাকাছি থাকা জলস্রোত দূরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সেচ দফতর। ‘ব্যাম্বু পর্কুপাইন’ পদ্ধতিতে জলস্রোতে পলি জলেই বাঁধ থেকে স্রোত দূরে সরবে বলে আশা করা হচ্ছে। তাতে বাঁধের সুরক্ষাও বৃদ্ধি পাবে। সেচ দফতরের তমলুক মহকুমা আধিকারিক সৈনভ সিংহ বলেন, ‘‘রূপনারায়ণ বাঁধে ইচ্ছাপুর থেকে অমৃতবেড়িয়া পর্যন্ত অংশ শক্তপোক্ত করার কাজ হচ্ছে। ব্যাম্বু পর্কুপাইন পদ্ধতিতে ভাঙন প্রবণতা কমিয়ে নদের জলস্রোত পরিবর্তন করার চেষ্টা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন