বাঁধ দেখল স্ট্যান্ডিং কমিটি

জেলা সফরে এসে নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখল বিধানসভার সেচ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুরে সার্কিট হাউসে এক বৈঠকও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০১:৩১
Share:

জেলা সফরে এসে নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখল বিধানসভার সেচ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুরে সার্কিট হাউসে এক বৈঠকও হয়। বৈঠকে জেলার বিভিন্ন সেচ বাঁধের পরিস্থিতি নিয়ে কথা হয়। কোন কোন বাঁধগুলো দ্রুত সংস্কার করা জরুরি আলোচনায় তা উঠে আসে। ফিরে গিয়ে বিধানসভায় রিপোর্ট জমা দেবে এই কমিটি।

Advertisement

সেচ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যের দলটি বুধবার পশ্চিম মেদিনীপুরে আসে। ওই দিন পূর্ব মেদিনীপুর থেকেই দলটি পশ্চিম মেদিনীপুরে আসে। জেলায় আসার পথে সবংয়ে কেলেঘাই- কপালেশ্বরী প্রকল্পের কাজ খতিয়ে দেখেন তাঁরা। ঘাটালে গিয়েও তাঁরা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ছিলেন কমিটির চেয়ারম্যান সমীর জানা, সদস্য প্রদ্যোত ঘোষ, শঙ্কর দোলুই প্রমুখ।

ভারী বৃষ্টি হলেই পশ্চিম মেদিনীপুরে আশঙ্কার মেঘ দেখা দেয়। ঘাটাল, মেদিনীপুর ও খড়্গপুর মহকুমার একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়। জেলার কোন কোন নদী বাঁধ দ্রুত সংস্কার করা জরুরি, সেই নিয়ে এ দিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মেদিনীপুর গ্রামীণে একটি লকগেট তৈরি নিয়েও কথা হয়।

Advertisement

বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য প্রদ্যোত ঘোষ বলছিলেন, “পশ্চিম মেদিনীপুরের ৭-৮টি বাঁধ দ্রুত সংস্কার করা জরুরি। এ নিয়ে আলোচনাও হয়েছে। সেচমন্ত্রীকে বিষয়টি জানানো হবে। কপালেশ্বরী-কেলেঘাই-বাগুই প্রকল্পের কাজকর্ম নিয়ে কথা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কথা হয়েছে।” তাঁর আশ্বাস, “বর্ষার আগেই জেলায় কিছু বাঁধ সংস্কারের কাজ শুরু হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন