বুধবার দুপুরে অনুষ্ঠান শুরু হলেও স্টল সম্পূর্ণ হয়নি। নিজস্ব চিত্র ।
বইমেলার পূর্ব নির্ধারিত দিন এগিয়ে এসেছে। সেই মতো বুধবার, ৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলা বইমেলা। তবে আয়োজন ছিল অগোছালো। সাজেনি মঞ্চ, সম্পূর্ণ হয়নি বইয়ের স্টলের কাজ। তার মধ্যেই মঞ্চে “ডুলুং, কাঁসাই, সুবর্ণরেখা, বহে নদী কহে কথা...” গান গাইছেন বিশিষ্ট ঝুমুর শিল্পী ইন্দ্রাণী মাহাতো। মেলা ফাঁকা। তার মধ্যেই হাতেগোনা আগন্তুকদের উদ্দেশে বই কেনার বার্তাও দিলেন তিনি।
ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে এ বার জেলা বইমেলার আয়োজন হয়েছে। মেলা শুরুর দিনে প্রাঙ্গণে গিয়ে দেখা গেল, কেউ গর্ত খুঁড়ছেন, কেউ পেরেক ঠুকছেন। কোনও দোকানি আবার ব্যস্ত বই গোছাতে। এমন অগোছালো অবস্থায় সরকারি জেলা বইমেলা চালু হয়ে গেলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ, বৃহস্পতিবার।
রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এ বার জেলা বইমেলার অষ্টম বর্ষ। প্রথমে ১৫ জানুয়ারি থেকে মেলা হওয়ার কথা থাকলেও সে দিন জঙ্গলমহলে মকর পরব। তাই দিন পরিবর্তনের জন্য জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদ। সেই মতো রাজ্য থেকে সিদ্ধান্ত হয় ৭-১৩ জানুয়ারি হবে বইমেলা। এ দিন বইমেলার অনুষ্ঠান দুপুর দু’টোয় হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দেড় ঘণ্টা পরে।
কেন স্টলের কাজ শেষ হয়নি। ডেকরেটর্সের এক কর্তা বলছেন, “মঙ্গলবার সন্ধ্যায় স্টলের মাপ দেওয়া হয়েছে। তার পর থেকে প্রায় ২৫জন কর্মী কাজ করছেন। সময় তো লাগবেই।” তবে কিছু স্টল গোছানো শেষ হয়েছে। ভোলানাথ প্রকাশনীর সূরজ দাস বলেন, “স্টলই সম্পূর্ণ হয়নি। বই সাজাব কী করে।” উদ্যোক্তাদের দাবি, “মেদিনীপুরে বই মেলা মঙ্গলবার শেষ হয়েছে। সময় এগিয়ে যাওয়ায় কাজ গোছাতেও সমস্যা হয়েছে।” জেলা বই মেলার আহ্বায়ক সত্যরঞ্জন বারিকের বক্তব্য, “বই মেলার সময় এগিয়ে আসায় স্টল গোছাতে সময় লেগেছে। বৃহস্পতিবার উদ্বোধন হবে। এ বার বড় প্রাপ্তি ৫৪টি স্টল পেয়েছি।”
সাত দিনের বইমেলায় থাকছে নানা অনুষ্ঠান। থাকছে বসে আঁকো প্রতিযোগিতা। ৯-১১ জানুয়ারি হবে কবি সম্মেলন। তাঁদের সম্মানিত করা হবে। প্রতিদিন থাকছে বিভিন্ন বিষয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বই মেলা উদ্যোক্তাদের আশা, আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও বইমেলা জমবে। জেলা বইমেলার সম্পাদক তথা গ্রন্থাগার আধিকারিক তপু বসুর কথায়, “প্রশাসনিক কিছু বিষয়ের জন্য উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার হবে। তবে বুধবার থেকে বইমেলা শুরু হয়েছে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে