Madhyamik

Student Death: ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থী ‘খুন’, দেহ নিয়ে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

দোলের দিন গণ্ডগোলের জেরে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী দীপ সাহার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ০২:০৬
Share:

এক মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ নিয়ে শনিবার রাতে ঝাড়গ্রাম শহরে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। নিজস্ব চিত্র।

এক মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ নিয়ে শনিবার রাতে ঝাড়গ্রাম শহরে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দোলের দিন দু’পক্ষের সংঘর্ষে মারা যায় দীপ সাহা (১৫) নামে এক কিশোর। সে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। দীপকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের বাবা দিলীপ সাহার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম পুলিশ।

Advertisement

দোলের দিন গন্ডগোলের জেরে মৃত্যু হয় দীপের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কেশবডিহি আর স্টেশন পাড়ার মধ্যে গন্ডগোল চলছিল। পুলিশ এসে তাদের হঠিয়ে দেয়। পরে ওই ছাত্রকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করায় পুলিশ। ওই ছাত্রটি গন্ডগোলে জড়িত ছিল কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা অভিযোগ করেছেন, দীপকে খুন করা হয়েছে। তিনি বলেন, ‘‘দু’টি এলাকার মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। পুলিশও তা জানত। কয়েক জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা থাকলেও কাউকে গ্রেফতার করা হয়নি। তারই পরিণামে এক নাবালকে খুন হতে হল। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক।’’

Advertisement

ঘটনার এক প্রতক্ষ্যদর্শী অভিষেক দেবনাথ বলেন,‘‘ দীপ তার বন্ধুদের নিয়ে দোল খেলছিল। সেই সময় কেউ এক জন জানায়, স্টেশন পাড়ার ছেলেরা এসেছে। আমরা গিয়ে দেখি, দু’তিনজন ছেলে রড নিয়ে এসেছে। আমরা ছুটে পালাই। দীপ ছুটতে পারেনি। ওকে হাতের সামনে পেয়ে ওরা মেরেছে।’’

শনিবার রাতে দীপের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সাহা পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরে মন্ত্রী বলেন, ‘‘যে বা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। যাতে ঝাড়গ্রাম শহর শান্ত থাকে তার ব্যবস্থা করতে বলা হয়েছে।’’

ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আমরা আশা করছি দোষীদের দ্রুত গ্রেফতার করা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন