ভারতীর প্রচারে অমিত-সম্ভাবনা

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্য মানছেন, ‘‘আগামী ১ মে আমাদের সর্বভারতীয় সভাপতি আসছেন। সভা হবে। সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ০২:৩৮
Share:

বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

ভোট-প্রচারে পশ্চিম মেদিনীপুরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ মে জেলায় আসবেন তিনি। সভা করবেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্য মানছেন, ‘‘আগামী ১ মে আমাদের সর্বভারতীয় সভাপতি আসছেন। সভা হবে। সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি।’’

Advertisement

রাজ্য নেতৃত্বের নির্দেশ আসার পরে জেলা বিজেপির অন্দরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায় জানান, সভাস্থল শীঘ্রই ঠিক হয়ে যাবে।
জেলা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, অনেকে চাইছেন, অমিত শাহের ওই সভা হোক কেশপুরে। কারণ কেশপুরে তৃণমূলের দাপটে বিরোধীরা সেভাবে প্রচারই শুরু করতে পারেনি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভারতীকে নিয়ে একদিন কেশপুরে এসেছিলেন। সে দিনও তৃণমূলের কিছু লোকজন বিজেপির প্রচারে বাধা দিয়েছিল বলে অভিযোগ। তাই ভারতী না কি নিজেও কেশপুরে বড় সভা করার পক্ষে। বৃহস্পতিবার মনোনয়ন করতে মেদিনীপুরে এসেও তিনি অভিযোগ করেছিলেন, ‘‘কেশপুরে রক্তাক্ত অবস্থা হচ্ছে। নির্বাচন কমিশনে বহু চিঠি দেওয়া হয়েছে। কমিশনের কোনও নড়নচড়ন আমরা দেখতে পাচ্ছি না। কেশপুরে পুলিশ অবজার্ভার এখনও পাঠানো হয়নি।’’
তবে দলের একাংশ আবার চাইছে, এই সভা ডেবরায় করতে। কারণ, ডেবরার উপর দিয়েই চলে গিয়েছে ৬ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের আশেপাশে সভা হলে সভায় আসা লোকজনের যাতায়াতের সুবিধে হবে। বিজেপির এক সূত্রের দাবি, ওই সভা ডেবরায় হওয়ার সম্ভাবনাই বেশি। সেই মতোই প্রস্তুতি শুরু হয়েছে।
শুধু অমিত শাহ নয়, ভারতীর সমর্থনে প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

দলের এক সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ মে পশ্চিম মেদিনীপুরে আসবেন যোগী। ওই দিন তিনি দু’টি সভা করবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে তাঁর সভা হবে ঘাটাল কিংবা দাসপুরে। মেদিনীপুর কেন্দ্রে যোগীর সভা নারায়ণগড়ের বেলদায় হতে পারে।
অমিত ও আদিত্যনাথের আগে জেলায় আসছেন নির্মলা সীতারামন। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাশ জানান, আগামী ২৪ এপ্রিল খড়্গপুরে নির্মলা সীতারামন আসবেন। পশ্চিম মেদিনীপুরের দু’টি কেন্দ্রেই ভোট ১২ মে। তার আগে প্রচারে ঝড় তুলতে প্রস্তুত পদ্ম শিবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন