ভোটে নিরুত্তাপ কংগ্রেস   

জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান মানছেন, ‘‘আসলে এখনও প্রার্থী ঘোষণা হয়নি। তাই কর্মীরা সে ভাবে মাঠে নামেননি। ঘোষণা হলেই নেমে পড়ব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৩:৩২
Share:

মেদিনীপুরে জেলা কংগ্রেস কার্যালয়। —নিজস্ব চিত্র

কে বলবে সামনে ভোট! মঙ্গলবার দুপুর। জেলা কংগ্রেস কার্যালয় তখন কার্যত সুনসান। জনা কয়েক কর্মীকে নিয়ে বসে রয়েছেন দলের জেলা সভাপতি সৌমেন খান। অনেকটা ‘আগলে রাখার’ মতো! দেওয়াল লিখনের ব্যস্ততা নেই। কর্মী বৈঠক করার তাড়া নেই। ভোটের যেন কোনও তাপ- উত্তাপই নেই জেলা কংগ্রেসের অন্দরে! হাত গুটিয়ে বসে দলের কর্মীরাও।

Advertisement

জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান মানছেন, ‘‘আসলে এখনও প্রার্থী ঘোষণা হয়নি। তাই কর্মীরা সে ভাবে মাঠে নামেননি। ঘোষণা হলেই নেমে পড়ব।’’ অথচ, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে না- হতেই দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখলের লড়াইয়ে নেমে পড়েছে অন্য রাজনৈতিক দলগুলো। দেওয়াল দখলে শুরু হয়ে গিয়েছে টক্কর। অনেক এলাকায় কোথাও প্রতীক সহ, কোথাও প্রতীক ছাড়াই দেওয়াল লিখনের কাজ হয়েছে। দেওয়াল লিখনে পিছিয়ে নেই বিজেপিও। প্রার্থীর নাম বাদ রেখে প্রতীক সহ অনেক জায়গায় দেওয়াল লিখনের কাজ করেছে গেরুয়া- শিবির।

জেলা কংগ্রেসের এক সূত্র জানাচ্ছে, শুরুতে জোটের পরিস্থিতি ছিল। তাই দলের কর্মীরা সে ভাবে দেওয়াল লিখনের কাজ শুরু করেননি। জোট ভেস্তে গিয়েছে। এ বার দেওয়াল লিখন শুরু হবে। এখন প্রতীক সহ দেওয়াল লিখন হবে। নাম ঘোষণা হলে সেখানে প্রার্থীর নাম লিখে দেওয়া হবে। কবে প্রার্থীর নাম ঘোষণা হবে তা অবশ্য দলের জেলা নেতৃত্বের অজানাই। সৌমেনের দাবি, ‘‘শীঘ্রই প্রার্থী চূড়ান্ত হবে।’’

Advertisement

মেদিনীপুর এবং ঘাটালে বরাবর প্রার্থী দিয়ে এসেছে সিপিআই। এ বারও ওই দু’টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। মেদিনীপুরে সিপিআইয়ের প্রার্থী হয়েছেন বিপ্লব ভট্ট, ঘাটালে সিপিআইয়ের প্রার্থী হয়েছেন তপন গঙ্গোপাধ্যায়। এ দিন মেদিনীপুরে দলের জেলা কার্যালয়ে বসে জেলা কংগ্রেস সভাপতি বলছিলেন, ‘‘আমরা একা লড়াই করার পক্ষে। দলের কর্মীরাই চাইছেন, কংগ্রেস একা লড়াই করুক।’’ এদিন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন সৌমেন। প্রদীপ দিল্লিতে রয়েছেন। সৌমেন তাঁকে জেলার পরিস্থিতি, কর্মীদের ইচ্ছের কথা জানিয়েছেন। দলের এক সূত্রের দাবি, মেদিনীপুরে দলীয় প্রার্থী মোটের উপর ঠিক হয়ে গিয়েছে। হয় এক প্রাক্তন কাউন্সিলর প্রার্থী হবেন, না হয় এক প্রাক্তন যুব নেতা প্রার্থী হবেন। ঘাটালে দলের প্রার্থী হিসেবে সংখ্যালঘু ‘মুখের’ খোঁজ শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন