জমকালো প্রচারে দেব, দিলীপ, দেবলীনা

শনিবার মেদিনীপুর গ্রামীণ এলাকায় হুডখোলা গাড়িতে চেপে প্রায় ৩০ কিলোমিটার পথ রোড শো করলেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০২:৩৫
Share:

সবংয়ের সভায় দেব ও মানস ভুঁইয়া (বাঁ দিকে), মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকায় রোড শোতে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

একই দিনে সবং ব্লকে ৯টি সভা করলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। শনিবার সবং ব্লকে প্রচারে এসেছিলেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেব। এ দিন সবংয়ের লাঙলকাটা দিয়ে প্রচার শুরু করেন তিনি। এর পরে মোহাড় বাজার, অর্জুনতলা, হারনান বাজারে প্রচারসভা সেরে দলের এক নেতার বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। বিকেলে যান কৃষ্ণপলাশি, চাঁদকুড়ি, বনাই, কুলাশ্বরী বাজার ও দেহাটিতে। প্রায় সব কটি এলাকাতেই জনপ্রিয় অভিনেতা দেবকে দেখতে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। তৃণমূল কর্মীদের পাশাপাশি ভিড় জমিয়েছিলেন গ্রামের তরুণী ও প্রৌঢ়ারা। অনেকেই দেবের সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করেন। দেব এ দিন বলেন, “দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল। আমি চাইব যেন আরও কাজ করতে পারি। আরও উন্নয়ন করতে পারি।” এ দিন শালবনিতে প্রচার করেন ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিরবাহা সরেন।

Advertisement

শনিবার মেদিনীপুর গ্রামীণ এলাকায় হুডখোলা গাড়িতে চেপে প্রায় ৩০ কিলোমিটার পথ রোড শো করলেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মেদিনীপুর শহর লাগোয়া আমতলাঘাট থেকে তাঁর রোড শো শুরু হয়। বিজেপির অভিযোগ, এই রোড শোতে বাধা দেয় হাতিহলকা রামনগরের কাছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা চেষ্টা করে। তবে প্রচুর পুলিশ মোতায়েন থাকায় গোলমাল কিছু ঘটেনি। যদিও অভিযোগ মানেনি তৃণমূল। রাস্তার পাশে দাঁড়িয়ে শঙ্খধবনি, উলুধবনি করেন অনেকে। বিজেপি প্রার্থীর দিকে ফুলও ছোঁড়েন কেউ কেউ।

এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত গড়বেতায় প্রচার সারলেন ঝাড়গ্রাম কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম। তিনি কখনও পায়ে হেঁটে, কখনও গাড়িতে করে গড়বেতার বনকাটি, ধাদিকা, মেটেবাড়ি, শানপুর, গাংড়া, ঝাড়বনি, তালডাংরা, সাতবিন্দা, কেশিয়া, মাগুরাশোল এলাকায় প্রচার সারেন। সঙ্গে ছিলেন গড়বেতার সিপিএম নেতা দিবাকর ভুঁইয়া-সহ অন্যান্য নেতারা। কয়েকটি জায়গায় পথসভাও করেন দেবলীনা। এ দিনই গোয়ালতোড়ের জোগারডাঙায় ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে পদযাত্রা করেন গড়বেতার তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রায় ৫ কিলোমিটার পথ হাঁটেন তিনি। গড়বেতা ও শালবনি বিধানসভা এলাকায় প্রচার চালায় বিজেপিও। আমকোপা, আমলাগোড়া, নলবনা, কিয়াবনি এলাকায় প্রচারে নামেন বিজেপি কর্মীরা। শালবনি ব্লকে বাড়ি বাড়ি যান বিজেপির কর্মীরা।

Advertisement

এ দিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এসইউসি প্রার্থী তুষার জানা শনিবার বেলদাতে প্রচার মিছিল ও সভা করেন। কালীমন্দির থেকে শুরু হয়ে মিছিল বেলদা বাজার ঘুরে বেলদা গাঁধী পার্কে সভা হয়। প্রচারে বেলদার বেশ কিছু স্থানীয় সমস্যার সমাধানের দাবি তোলা হয়। এ দিন দিনভর ঘাটালের বিভিন্ন এলাকায় প্রচার করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহম্মদ সাইফুল। লছিপুর, মোহনপুর প্রভৃতি গ্রামে ঘোরেন তিনি। শনিবার খড়ার পুরসভা এলাকায় এবং মনসুকা গ্রামে নসংযোগ সারেন ঘাটাল কেন্দ্রের শিবসেনা প্রার্থী উজ্জ্বলকুমার ঘটক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন