নিজশ্রীর ফ্ল্যাটের লটারি আজ

সরকারি জমিতে কম টাকায় ফ্ল্যাট কেনার সুযোগ নিজশ্রী। যাঁদের মাসিক আয় ১৫ হাজার টাকার নীচে তাঁরা এক কামরার ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন। আর যাঁদের মাসিক আয় ৩০ হাজার টাকার কম তাঁরা দুই কামরার ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন। এক কামরার ফ্ল্যাটের দাম ৭ লক্ষ ২৮ হাজার টাকা, দু’কামরার ফ্ল্যাটের দাম ৯ লক্ষ ২০ হাজার টাকা। ৬টি কিস্তিতে টাকা দেওয়া যাবে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ০৭:০০
Share:

—প্রতীকী ছবি।

সরকারি ফ্ল্যাট কার ভাগ্যে জুটবে, ঠিক হবে লটারিতেই। ‘নিজশ্রী’ প্রকল্পের জন্য আজ, শনিবার মেদিনীপুরে কালেক্টরেটে হবে এই লটারি।

Advertisement

সরকারি জমিতে কম টাকায় ফ্ল্যাট কেনার সুযোগ নিজশ্রী। যাঁদের মাসিক আয় ১৫ হাজার টাকার নীচে তাঁরা এক কামরার ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন। আর যাঁদের মাসিক আয় ৩০ হাজার টাকার কম তাঁরা দুই কামরার ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন। এক কামরার ফ্ল্যাটের দাম ৭ লক্ষ ২৮ হাজার টাকা, দু’কামরার ফ্ল্যাটের দাম ৯ লক্ষ ২০ হাজার টাকা। ৬টি কিস্তিতে টাকা দেওয়া যাবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের নরমপুর মৌজা ও খড়গপুর শহরে ইন্দা মৌজায় নিজশ্রী প্রকল্পের ফ্ল্যাট তৈরি হবে। দু’টি জায়গাতেই ১৬টি এক কামরার ও ১৬টি দু’কামরার ফ্ল্যাট তৈরি হবে। মেদিনীপুরে এক কামরার ফ্ল্যাটের জন্য আবেদন জমা পড়েছিল ২২১টি। এর মধ্যে ১৯২টি আবেদন গ্রাহ্য হয়েছে। দু’কামরার ফ্ল্যাটের জন্য আবেদন জমা পড়েছিল ৮০টি, ৬৪টি গ্রাহ্য হয়েছে। অন্য দিকে, খড়গপুরে এক কামরার ফ্ল্যাটের আবেদন জমা পড়েছে ৩৫টি। তার মধ্যে ২৩টি আবেদন গ্রাহ্য হয়েছে। আর দু’কামরার ফ্ল্যাটের জন্য আবেদন জমা পড়েছিল ৬৬টি। তার মধ্যে ৪৭ টি আবেদন গ্রাহ্য হয়েছে।

Advertisement

আজ, শনিবার মেদিনীপুর কালেক্টরেটে লটারির মাধ্যমে মোট ৬৪টি ফ্ল্যাটের মালিকের নাম ঘোষণা করা হবে। পরে আবার নিজশ্রীর জন্য আবেদনপত্র নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন