হুল দিবসের মঞ্চেই মৃত্যু মাদল শিল্পীর

হুলদিবসের মঞ্চে ঝুমুর গানের অনুষ্ঠান চলাকালীন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মাদল শিল্পীর। শুক্রবার রাত ৯টা নাগাদ ঝাড়গ্রাম শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠান চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ০০:৫৭
Share:

পরিমল মাহাতো।— নিজস্ব চিত্র।

হুলদিবসের মঞ্চে ঝুমুর গানের অনুষ্ঠান চলাকালীন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মাদল শিল্পীর। শুক্রবার রাত ৯টা নাগাদ ঝাড়গ্রাম শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠান চলছিল। ঝাড়গ্রাম থানার লোধাশুলি ইন্দ্রাবনি গ্রামের বাসিন্দা পরিমল মাহাতো (৪৯) নামকরা মাদল শিল্পী। এ দিন ঝুমুর শিল্পী অঞ্জলি মাহাতো ও সম্প্রদায়ের সঙ্গেই মাদল বাজাচ্ছিলেন পরিমলবাবু। অনুষ্ঠান চলাকালীনই মঞ্চে পড়ে যান তিনি। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

শনিবার ময়নাতদন্তের পরে হাসপাতাল চত্বরে প্রয়াত শিল্পীর সম্মানে ‘শোক প্যারেড’ করে পুলিশ। রাজ্যস্তরের সরকারি অনুষ্ঠান চলাকালীন কোনও শিল্পীর মৃত্যু হলে শোক প্যারেডের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইন্দ্রাবনিতে শেষ শ্রদ্ধা জানান জেলা সভাধিপতি উত্তরা সিংহ, শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement