Madhyamik 2025

আশানুরূপ ফল হয়নি, মনখারাপ করে বাড়ি ফিরে গলায় দড়ি দিল মেদিনীপুরের মাধ্যমিক পরীক্ষার্থী!

জানা যাচ্ছে, বন্ধুদের কাছে ঋতম খবর পেয়েছিল তার মাধ্যমিক পরীক্ষার ‘ভাল’ হয়নি। সেই মানসিক অবসাদে আত্মহত্যা করেছে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৫:৩৮
Share:

মাধ্যমিকে ৩৫০ পেয়েছিল ঋতম ঘোষ। —নিজস্ব ছাত্র।

মাধ্যমিক পরীক্ষার ফল বেরেনোর পরই বাড়িতে সিলিং ফ্যানে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার গোপীনাথপুরে। মৃত ছাত্রের নাম ঋতম ঘোষ।

Advertisement

জানা যাচ্ছে, বন্ধুদের কাছে ঋতম খবর পেয়েছিল তার মাধ্যমিক পরীক্ষার ‘ভাল’ হয়নি। সেই মানসিক অবসাদে আত্মহত্যা করেছে সে। ঋতম শ্রীঅরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্র। মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৩৫০। তবে এই ফলে সে খুশি হয়নি বলে পরিবার সূত্রে খবর।

ছাত্রের পরিবার সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষার ফল বেরনোর কিছু ক্ষণ পরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঋতমের বাবা রবীন্দ্রনাথ ঘোষ থেকে পরিবারের সকলে এই ঘটনায় হতবাক। শোকস্তব্ধ গ্রামবাসীরা।

Advertisement

উল্লেখ্য, এখন মাধ্যমিকে মোট সাতটি মূল বিষয় থাকে। প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। ৭০০ নম্বরের পরীক্ষায়, প্রতিটি বিষয়ে পাশ নম্বর ২৫। প্রতিটি বিষয়ে পাশ করার জন্য ন্যূনতম ২৫ শতাংশ নম্বর পেতে হয়। সেই নিরিখে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ১৭৫ নম্বর পেতে হয়। মৃত ঋতমের স্কুলের প্রধান শিক্ষক গৌতম জানা বলেন, ‘‘ছেলেটি খুব ভাল ছিল। ভাল ছাত্র ও। এই কাণ্ড করবে কেউই ভাবতে পারিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement