‘ব্ল্যাক ডে’, প্রোফাইল পিকচার কালো করার হিড়িক

শুরুটা হয়েছিল মঙ্গলবার সন্ধ্যা থেকে। তৃণমূলের কর্মী-সমর্থকেরা নিজেদের প্রোফাইল পিকচার কালো করতে শুরু করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ০২:৩৭
Share:

কেন্দ্রকে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর। ছবি: পিটিআই।

নোটবন্দির ঘোষণার এক বছর পূর্ণ হল বুধবার। সেই দিনটাই তৃণমূল সমর্থকদের মতে, ‘ব্ল্যাক ডে’। আর এই ‘ব্ল্যাক ডে’-তে শুধু মিছিল বা সভা নয়, রাতারাতি বদলে গেল ফেসবুকের কয়েক হাজার প্রোফাইল পিকচার। রংবেরঙের প্রোফাইল পিকচারের রং বদলে হয়ে গেল কালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নোটবন্দি-আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এ ভাবেই প্রোফাইল পিকচারের রং বদলালেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থক। কংগ্রেস, সিপিএম সমর্থকরা নানা প্রতিবাদ কর্মসূচি করল এ দিন।

Advertisement

শুরুটা হয়েছিল মঙ্গলবার সন্ধ্যা থেকে। তৃণমূলের কর্মী-সমর্থকেরা নিজেদের প্রোফাইল পিকচার কালো করতে শুরু করেন।

এরপর রাত যত গড়িয়েছে, প্রোফাইল পিকচার এ ভাবে বদলানো নেতা-কর্মী-সমর্থকের সংখ্যা ততই বেড়েছে। বুধবার দিনভরও প্রোফাইল পিকচার বদলে কালো করেছেন অনেকে।

Advertisement

তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলছিলেন, “মানুষ যে নোটবন্দিকে সমর্থন করেননি, এ দিন তা ফের বোঝা গিয়েছে। পথে নেমে মানুষ প্রতিবাদ করেছেন।’’ তাঁর দাবি, অনেকেই প্রোফাইল পিকচার বদলেছেন। সকলেই যে দলের কর্মী-সমর্থক তা নয় কিন্তু। সক্রিয় ভাবে দল করেন না এমন মানুষও প্রতিবাদ সামিল হয়েছেন।

নোটবন্দি নিয়ে প্রতিবাদ জানিয়ে নিজের ট্যুইটারের ডিসপ্লে কালো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে খবর, নেতা-কর্মীদেরও এ ভাবে ডিসপ্লে কালো করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। তারপরেই বুধবার দিনভর সোশ্যাল মিডিয়া এ নিয়ে সরগরম ছিল। ফেসবুকের প্রোফাইল পিকচার কালো করেছেন যুব তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভানেত্রী দেবলীনা নন্দী প্রমুখ।

একই ভাবে নিজেদের প্রোফাইল পিকচার বদলে নেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা শপথ চক্রবর্তী, প্রসেনজিৎ বেরা, বুদ্ধ মণ্ডল প্রমুখ। কেন ফেসবুকের প্রোফাইল পিকচার বদল? শপথ বলছিলেন, “এটি একটি প্রতিবাদের ধারা।” তাঁর কথায়, “নোটবন্দি দেশের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক। কালো টাকা সাদা টাকায় বদলে নিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার নামই হল নোটবন্দি। এটি একটি জাতীয় বিপর্যয়। কালা দিবসের জন্যই প্রোফাইল পিকচার কালো করেছি।”

বিজেপি অবশ্য এই ‘অ্যান্টি ব্ল্যাক মানি ডে’ হিসেবে পালন করেছে। গেরুয়া শিবির থেকে তৃণমূলের বিরুদ্ধে খোঁচাও এসেছে ফেসবুকে।

মেদিনীপুরের বিজেপি নেতা অনুপম নায়েক যেমন ফেসবুকে লিখেছেন, ‘প্রোফাইল যারা কালো করেছে তারা ১০০ শতাংশ কালোবাজারি। আজকে চিনে নিন তাদের!’ ‘কালো’ নিয়ে চলেছে রসিকতাও। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, এমন কেউ কেউ যেমন ফেসবুকে লিখেছেন, ‘জীবনের একটাই সমস্যা। দিন দিন কালো হয়ে যাচ্ছি!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন