পেনশন থেকেই সাহায্য স্কুলকে

পেনশনের টাকা জমিয়ে বিনপুরের আঁধারিয়া রাজবল্লভ উচ্চ মাধমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এক লক্ষ পাঁচ হাজার টাকা তুলে দিলেন মেদিনীপুরের বাসিন্দা শিক্ষানুরাগী বছর পঁচাশির চিত্তরঞ্জন পাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ০১:৫৭
Share:

চেক তুলে দিচ্ছেন চিত্তরঞ্জন পাত্র। — নিজস্ব চিত্র।

পেনশনের টাকা জমিয়ে বিনপুরের আঁধারিয়া রাজবল্লভ উচ্চ মাধমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এক লক্ষ পাঁচ হাজার টাকা তুলে দিলেন মেদিনীপুরের বাসিন্দা শিক্ষানুরাগী বছর পঁচাশির চিত্তরঞ্জন পাত্র।

Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অবসরপ্রাপ্ত কর্মী চিত্তরঞ্জনবাবুর আদিবাড়ি বিনপুরের আঁধারিয়া গ্রামে। বর্তমানে তিনি মেদিনীপুর শহরের বাসিন্দা। তাঁর ছেলেরা সুপ্রতিষ্ঠিত। চিত্তরঞ্জনবাবু অবশ্য কোনও দিন আঁধারিয়া স্কুলে পড়েননি। তবে নিজের গ্রামের স্কুলকে ভোলেননি তিনি। গত বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসে আঁধারিয়া স্কুলে গিয়ে প্রধান শিক্ষক প্রশান্তকুমার চক্রবর্তীর হাতে এক লক্ষ পাঁচ হাজার টাকার চেক তুলে দেন চিত্তরঞ্জনবাবু। তাঁর ইচ্ছা অনুযায়ী, এই টাকার সুদে স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পড়ুয়া এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কুলে প্রথম স্থানাধিকারীকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। এর আগে ২০১৫ সালে স্কুল কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা দান করেছিলেন চিত্তরঞ্জনবাবু। ওই টাকার সুদ থেকে প্রতি বছর স্কুলের দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের বই কিনে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন