JP Nadda

নড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে মেদিনীপুর জুড়ে বিক্ষোভ বিজেপির

বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ২১:৩৮
Share:

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রাস্তায়। —নিজস্ব চিত্র।

জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনায় তেতে উঠল মেদিনীপুরও। কেরানিটোলায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচিতে যোগ দিলেন স্থানীয় বিজেপি কর্মী ও নেতারা। শাসকদলের বিরুদ্ধে চলল বিক্ষোভও। জেলা বিজেপির সভাপতি শমিত দাস খোদ তাতে অংশ নেন।

Advertisement

বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি লাঠি, ইট, পাথর ও বোতল ছোড়া হয়। তাতে চোট পান বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

তার পরই তেড়েফুঁড়ে ওঠেন গেরুয়া শিবিরের নেতারা। সমর্থকদের নিয়ে কলকাতা-সহ রাজ্যর বিভিন্ন জেলায় বিক্ষোভে নামেন তাঁরা। একই ছবি ধরা পড়ে মেদিনীপুর শহরে। ডেবরায় জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্যও এ দিনের অবরোধে উপস্থিত ছিলেন। জাতীয় সড়কের উপর বসে অবরোধ করেন জেলা ও রাজ্য নেতৃত্ব।

Advertisement

অন্যদিকে, শমিত বলেন, ‘‘ জেলার সর্বত্র পথ অবরোধ বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ের উপর হামলার প্রতিবাদে অবরোধ কর্মসূচি হচ্ছে। জেলার প্রতিটি ব্লকে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। তৃণমূল আসলে ভয় পেয়েছে বিজেপিকে। সেই কারণেই বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপর হামলার ঘটনা ঘটছে। কিন্তু হামলা করে কোনওভাবেই বিজেপিকে ঠেকানো যাবে না। তৃণমূলের এই রকম আচরণে বীতশ্রদ্ধ মানুষ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন