পূর্বের সেরা পুজো হলদিয়ার মৈত্রী ভূমি

রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান-২০১৬ প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলায় সেরা পূজা বিভাগে প্রথম পুরস্কার পেল হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমি পূজা কমিটি। এই বিভাগে দ্বিতীয় পুরস্কার পেয়েছে কাঁথি নান্দনিক ক্লাব, তৃতীয় স্থান লাভ করেছে কাঁথি ইয়ুথ গিল্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৬ ০২:১১
Share:

রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান-২০১৬ প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলায় সেরা পূজা বিভাগে প্রথম পুরস্কার পেল হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমি পূজা কমিটি।

Advertisement

এই বিভাগে দ্বিতীয় পুরস্কার পেয়েছে কাঁথি নান্দনিক ক্লাব, তৃতীয় স্থান লাভ করেছে কাঁথি ইয়ুথ গিল্ড। শুক্রবার বিকেলে জেলা প্রশাসনিক অফিসে এক সাংবাদিক বৈঠকে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন জেলাশাসক রশ্মি কমল। জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সেরা মণ্ডপ বিভাগে জেলায় প্রথম স্থান পেয়েছে কাঁথির হাতাবাড়ির ক্লাব চৌরঙ্গী। দ্বিতীয় স্থান পেয়েছে মহিষাদল ইয়ুথ কালচারাল অর্গানাইজেশন ও তৃতীয় স্থান পেয়েছে হলদিয়ার দুর্গাচক মিলন সঙ্ঘ।

সেরা প্রতিমা বিভাগে জেলায় প্রথম স্থান পেয়েছে পটাশপুর-২ ব্লকের টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে ময়না ব্লকের বলাইপণ্ডার পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও তমলুক শহরের ওয়ান হার্টেড ক্লাব।

Advertisement

অন্য দিকে, পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী শুক্রবার জানিয়েছেন, সেরা পুজোর শিরোপা পাচ্ছে জেলার তিনটি পুজো। প্রথম ঝাড়গ্রামের গিধনি স্পোর্টিং ক্লাব, দ্বিতীয় ঘাটালের পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দ এবং তৃতীয় মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর নাগরিক সমিতি। সেরা মণ্ডপে প্রথম মেদিনীপুর সদর মহকুমার আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, দ্বিতীয় ঘাটালের সাতের পল্লি দুর্গোৎসব কমিটি ও তৃতীয় ঝাড়গ্রাম সঙ্ঘমিত্রা ক্লাব। সেরা প্রতিমায় প্রথম পুরস্কার পেয়েছে মেদিনীপুর শহরের বার্জটাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement