Newborn Abandoned

কাপড়ে মোড়া সদ্যোজাতের দেহ পড়ে জাতীয় সড়কের ধারে জমিতে! কুড়িয়ে পেলেন ডেবরার কৃষকেরা

ধান কাটার মরসুম। অন্যান্য দিনের মতো নছিপুরের কয়েক জন কৃষক ফসল কাটার জন্য খেতের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তাঁদের নজর পড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পুটলির দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২০:২৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কাপড় জড়ানো অবস্থায় উদ্ধার হল সদ্যোজাতের দেহ। পড়ে ছিল জাতীয় সড়কের পাশে ধানের খেতে। মঙ্গলবার ওই নিয়ে শোরগোল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার নছিপুর এলাকায়। কোথা থেকে শিশুটি এল, কে বা কারা তাকে ফেলে গিয়েছে, খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

ধান কাটার মরসুম। অন্যান্য দিনের মতো নছিপুরের কয়েক জন কৃষক ফসল কাটার জন্য খেতের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তাঁদের নজর পড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পুটলির দিকে।

তাঁরা দেখেন, ফাঁকা জমিতে কাপড় জড়ানো কিছু একটা পড়ে। প্রথমে কেউ গুরুত্ব দেননি। পরে কৌতূহলের বশে একজন এগিয়ে গিয়েছিলেন। জড়ানো কাপড় খুলতেই চমকে ওঠেন তিনি। দেখেন, একটি সদ্যোজাত! তবে প্রাণহীন।

Advertisement

সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন ডেবরা থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোন স্থানীয় ব্যক্তি না কি বাইরের কেউ রাস্তা থেকে শিশুটিকে ছুড়ে পালিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাদের প্রাথমিক অনুমান, শিশুটিকে অন্য কোনও জায়গা থেকে এনে ওই স্থানে ফেলে দেওয়া হয়েছে। শিশুটির পরিচয় এবং মৃত্যুর রহস্য ভেদ করতে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement