দুই থানার নতুন ভবন, সূচনা আজ

পশ্চিম মেদিনীপুর জেলার দু’টি থানার নতুন ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের এক সূত্রে খবর, আজ, মঙ্গলবার মেদিনীপুরে জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চ থেকেই ওই দু’টি থানার নতুন ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০০:৩৬
Share:

পশ্চিম মেদিনীপুর জেলার দু’টি থানার নতুন ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের এক সূত্রে খবর, আজ, মঙ্গলবার মেদিনীপুরে জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চ থেকেই ওই দু’টি থানার নতুন ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একটি গোপীবল্লভপুর থানার নতুন ভবন। অন্যটি আনন্দপুর থানার নতুন ভবন।

Advertisement

মাস খানেক আগেই ভবন দু’টি নির্মাণের কাজ শেষ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের বেশির ভাগ থানায় পরিকাঠামোগত সমস্যা নতুন নয়। আনন্দপুর থানা এখনও ভাড়া বাড়িতেই চলে। অপ্রতুল জায়গা। ছোট কয়েকটি ঘর। সেখানেই বসেন এসআই, এএসআই- রা।

বছর কয়েক আগেই থানার নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। জেলা পুলিশের এক কর্তা মানছেন, “এখন যেখানে থানা রয়েছে, সেখানে পর্যাপ্ত জায়গা নেই। ওই থানা চলে ভাড়া বাড়িতে। থানার নতুন ভবন তৈরি করা খুবই জরুরি ছিল। নতুন ভবনে সব কিছু স্থানান্তর হয়ে গেলে আর কোনও সমস্যা থাকবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন