সঙ্গী স্ত্রী, শ্বশুরবাড়ি কেন্দ্রে প্রচার নির্বেদের

১০ বছর আগেও তমলুকের তৃণমূল বিধায়ক হিসেবে ছিলেন তিনি। মাঝে দলবদল করে গিয়েছিলেন কংগ্রেসে। বছর খানেক আগে ফের যোগ দিয়েছেন তৃণমূলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০০:৪৯
Share:

১০ বছর আগেও তমলুকের তৃণমূল বিধায়ক হিসেবে ছিলেন তিনি। মাঝে দলবদল করে গিয়েছিলেন কংগ্রেসে। বছর খানেক আগে ফের যোগ দিয়েছেন তৃণমূলে। আর এবার বিধানসভা নির্বাচনে নিজের সেই চেনা জায়গায় ফের তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণার পর রবিবার ছুটির দিনে দেওয়াল লিখে নিজের প্রচার শুরু করলেন তমলুকের তৃণমূল প্রার্থী নির্বেদ রায়।

Advertisement

রবিবার বিকেলে শহরের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে ও মানিকপীরের দরগায় প্রার্থনা জানান তমলুকের জামাই। তমলুক পুরসভায় দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করার পরেই প্রচারে বের হন নির্বেদবাবু। সঙ্গে স্ত্রী তথা কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়।

এ বার তৃণমূলের প্রার্থী তালিকায় বদল ঘটিয়ে তমলুকের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ সৌমেন মহাপাত্রকে পাশের জেলা পিংলায় নিয়ে যাওয়া হয়েছে। আর তমলুকের তৃণমূল প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্বেদ রায়কে। রাজনৈতিক মহলের মতে, তমলুকে শাসক দলের প্রার্থী তালিকায় এই রদবদলের কারণ তৃণমূলের অন্দরের গোষ্ঠীকোন্দলের জের।

Advertisement

তমলুকে দলের এই গোষ্ঠীকোন্দলকে গুরুত্ব দিতে চাননি নির্বেদবাবু। আর সৌমেনবাবুকে অন্য বিধানসভায় প্রার্থী করা নিয়েও মন্তব্য করতে চাননি নির্বেদবাবু। কিন্তু তৃণমূলকে হারাতে বিরোধী সিপিএম ও কংগ্রেস যেভাবে জোট বদ্ধ হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে তা কি উদ্বেগের নয়? নির্বেদবাবুর কটাক্ষ, ‘‘শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ লড়াই হবে না তো?’’ এ দিন নির্বেদবাবুর সঙ্গে আসা মালাদেবীও জয়ের বিষয়ে আশাবাদী। তিনি বলেন, ‘‘বিরোধী যেই হোক না কেন তমলুকের মানুষ আমাদের জেতাবে এটা আমি নিশ্চিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন