মশা মারতে তেল, ব্লিচিং ছড়াবে পুরসভা

Advertisement
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০১:০৩
Share:

Advertisement

নিজস্ব সংবাদদাতা

Advertisement

খড়্গপুর

কোথাও রয়ে গিয়েছে কাঁচা নিকাশি নালা, আবার কোথাও সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই ভাসে রাস্তা। শহরবাসীর অভিযোগ, নিকাশি নালার জমা জল মশার আঁতুরঘর। জেলায় ডেঙ্গির প্রকোপ দেখা দেওয়ায় এ বার প্রতিটি ওয়ার্ডে মশা নিধনে তেল, ব্লিচিং ও গ্যাস স্প্রে করার সিদ্ধান্ত নিল খড়্গপুর পুরসভা।

খড়্গপুরের রেল এলাকা শহরের বাকি অংশের থেকে উঁচু। রেল এলাকার ১৬টি নিকাশি নালা পুর-এলাকার মধ্যে দিয়ে গিয়েছে। অভিযোগ, এই নিকাশি নালা সাফাইয়ের দায়িত্ব রেলের। যদিও তা নিয়মিত সাফাই করা হয় না। পুর- এলাকাতেও নালার অবস্থা তথৈবচ।

ইন্দার বিদ্যাসাগরপুর, আনন্দনগর, সারদাপল্লি, বুলবুলচটি, মালঞ্চ, বালাজি মন্দিরপল্লি, প্রেমবাজারের মতো অধিকাংশ এলাকায় এখনও নালা তৈরি হয়নি। আয়মা, সুভাষপল্লি, তালবাগিচা, ডিভিসি, রবীন্দ্রপল্লি, কুমোরপাড়া এলাকাতেও জমা জল নিয়ে জেরবার ওয়ার্ডবাসী। ২ নম্বর ওয়ার্ডের ইন্দার জীবনানন্দ সরণির শিক্ষিকা সোমালি নন্দীর কথায়, “আশপাশের ফাঁকা জমিতে জল জমছে। মশার উপদ্রবে টেকা দায়।” ৩৪ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক তপন তরফদারও বলেন, “নর্দমা না থাকায় বাড়ির চারিদিকে জল জমে। সেই জলে মশা বাড়ছে।”

ডেঙ্গি-সচেতনতায় সম্প্রতি বৈঠকে বসেন খড়্গপুর পুর-কর্তৃপক্ষ। সেখানে সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি ওয়ার্ডে প্রচারপত্র বিলি করা হবে। ছড়ানো হবে ব্লিচিং পাউডার, তেল। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “প্রতিটি এলাকায় মশার উপদ্রব ঠেকাতে যা পদক্ষেপ করার করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন