Arrest

লক্ষাধিক টাকা নিয়ে ভিন্‌রাজ্যে যাওয়ার সময় পুলিশের নাকা চেকিংয়ে গ্রেফতার এক

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বছর ত্রিশের সুজিত নায়েক। বাড়ি ওড়িশা রাজ্যের বারিপদা থানা এলাকায়। শনিবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ২৩:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

লক্ষাধিক টাকা নিয়ে ভিন রাজ্যে যাওয়ার সময় পুলিশের নাকা চেকিংয়ে গ্রেফতার এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বছর ত্রিশের সুজিত নায়েক। বাড়ি ওড়িশা রাজ্যের বারিপদা থানা এলাকায়। শনিবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সুজিত পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কেশিয়াড়ি হয়ে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার ছোটধানশোলা গ্রাম দিয়ে ওড়িশার দিকে একটি গাড়ি করে যাচ্ছিলেন। সেই সময় সেখানে পুলিশের নাকা চেকিং চলছিল। ওই নাকা চেকিংয়ের সময় পুলিশি তল্লাশিতে দেখা যায়, অভিযুক্তর গাড়িতে প্রায় দু’লক্ষ টাকা রয়েছে। এত টাকা তিনি কোথা থেকে নিয়ে আসছিলেন বা কোথায় নিয়ে যাচ্ছিলেন, তার কোনও সদুত্তর দিতে পারেনি। এর পর পুলিশ তাঁকে গ্রেফতার করে। গোপীবল্লভপুরের এসডিপিও কৃষ্ণ গোপাল মিনা বলেন, ‘‘লক্ষাধিক টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি তদন্ত চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement