Snatching

আবাসের ৬৩ হাজার টাকা ছিনতাই ঝাড়গ্রামের রাস্তায়! সিসিটিভি দেখে খড়্গপুরে গ্রেফতার, উদ্ধার টাকাও

গত ২৩ জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার পাঁচবেড়িয়া এলাকা থেকে শেখ রাজু ওরফে শেখ বান্টিকে গ্রেফতার করে পুলিশ। টিআই প্যারেডে ওই ব্যক্তিকে শনাক্ত করেন রঘুনাথ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৮:৪২
Share:

—প্রতীকী চিত্র।

আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক থেকে তুলে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। ঝাড়গ্রামের রাস্তাথেকে আচমকা তাঁর হাত থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে বাইকে পালিয়ে যায় এক দুষ্কৃতী। সিসিটিভি দেখে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থেকে অভিযুক্তকে পাকড়াও করেছিল পুলিশ। টিআই প্যারেডে শনাক্ত করার পরে ধৃতকে নিজেদের হেফাজতে নিল পুলিশ। উদ্ধার হল টাকাও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঝাড়গ্রামের নয়াগ্রাম থানা এলাকার বাসিন্দা রঘুনাথ বেরা গত ৬ জুন দুপুরে বালিগেরিয়ায় একটি ব্যাঙ্ক থেকে ৬৩ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। আবাস প্রকল্পে পাওয়া ওই টাকা হারিয়ে মাথায় হাত পড়ে রঘুনাথের।

পুলিশের কাছে রঘুনাথ জানান, ভুদ্রুবনী থেকে দোলগ্রাম যাওয়ার রাস্তায় এক অপরিচিত ব্যক্তি বাইক নিয়ে তাঁর পথ আটকান। কোনও কথাবার্তা নেই, হঠাৎ তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। তদন্তে নেমে নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল, এএসআই সুব্রত নিয়োগীরা বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন।

Advertisement

শেষমেশ গত ২৩ জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার পাঁচবেড়িয়া এলাকা থেকে শেখ রাজু ওরফে শেখ বান্টি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। টিআই প্যারেডে ওই ব্যক্তিকে শনাক্ত করেন রঘুনাথ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা গিয়েছে ছিনতাই হওয়া ৬৩ হাজার টাকা। তাঁর বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। দু’দিনের পুলিশ হেফাজতে রয়েছেন অভিযুক্ত। আবার বুধবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement