Sangita Chakraborty Death Case

মুম্বইয়ের আশ্রমে গিয়ে ‘রহস্যমৃত্যু’ চুঁচুড়ার যুবতীর! বাঁধের জলে পড়ে গেলেন কী ভাবে? প্রশ্ন পরিবারের

সঙ্গীতা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। পাশাপাশি গানের চর্চা করতেন। হালে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৬:১৬
Share:

সঙ্গীতা চক্রবর্তী। ছবি: ফেসবুক।

মুম্বইয়ে রহস্যমৃত্যু হুগলির চুঁচুড়ার এক যুবতীর। নাম সঙ্গীতা চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে মুম্বইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিলেন চুঁচুড়ার কারবালার বাসিন্দা সঙ্গীতা। সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তলিয়ে যান। সোমবার রাতে মেয়ের মৃত্যুসংবাদ পায় পরিবার। মঙ্গলবার ভোরে মুম্বই রওনা হয়েছেন তাঁর বাবা দিলীপ চক্রবর্তী।

Advertisement

সঙ্গীতা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। পাশাপাশি গানের চর্চা করতেন। হালে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। আচমকা যুবতীর মৃত্যুসংবাদ পেয়ে হতবাক পরিবার। শোকস্তব্ধ প্রতিবেশীরা। যুবতীর বাড়িতে যান স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব।

ওই এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, ‘‘আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা। খুব ভালো গান-বাজনা করত। আমাদের পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। শুনলাম, মুম্বইয়ে একটি যোগাশ্রমে গিয়েছিল। মুম্বইয়ে ওঁদের আত্মীয় রয়েছেন বলেও জানি। তাঁরাই সঙ্গীতার মৃত্যুসংবাদ দিয়েছেন।’’

Advertisement

যদিও ঠিক কী ভাবে যুবতীর মৃত্যু হল, তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে কাউন্সিলর বলেন, ‘‘খুবই মর্মান্তিক ঘটনা। শুনলাম, বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে ওর! কী ভাবে এই ঘটনা ঘটল, তার সঠিক তদন্ত হোক। মেয়েটির বাবা মুম্বই গিয়েছেন। মা এখনও জানেন না যে মেয়ে আর নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement