পুজোর থিমেও ডেঙ্গির মশা

ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে এ বার পুজো মণ্ডপেরও থিম সেই মশাই। ঘাটাল শহর সংলগ্ন শ্রীপুর- মনসাতলা পুজো কমিটির উদ্যোগে মণ্ডপ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সূত্রের খবর, বাঁশ,চট,থার্মোকল, সানপ্যাক প্রভৃতি দিয়ে লম্বায় তিরিশ ফুট এবং চওড়ায় কুড়ি ফুটের একটি এডিশ মশা তৈরি করা হয়েছে।

Advertisement

অভিজিৎ চক্রবর্তী

ঘাটাল শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ০৩:০৫
Share:

মণ্ডপ তৈরির দেখভাল করছেন ক্লাব কর্তারা। ছবি: কৌশিক সাঁতরা।

ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে এ বার পুজো মণ্ডপেরও থিম সেই মশাই। ঘাটাল শহর সংলগ্ন শ্রীপুর- মনসাতলা পুজো কমিটির উদ্যোগে মণ্ডপ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

Advertisement

সূত্রের খবর, বাঁশ,চট,থার্মোকল, সানপ্যাক প্রভৃতি দিয়ে লম্বায় তিরিশ ফুট এবং চওড়ায় কুড়ি ফুটের একটি এডিশ মশা তৈরি করা হয়েছে। সঙ্গে থাকছে মশা কী ভাবে জন্মায়, কখন কামড়ায়, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার বিভিন্ন লক্ষণ তুলে ধরা হয়েছে মণ্ডপের মাধ্যমে। এছাড়াও আলোর সাহায্যে সচেতনামূলক নানা বার্তাও দেওয়া হচ্ছে। শ্রীপুর-মনসাতলা পুজো কমিটি।কমিটির সম্পাদক তাপস দোলইয়ের মতে, “পুজোর সময় প্রতিদিন বহু মানুষের ভিড় হয়। আমরা মণ্ডপ, আলোর সাহায্যে ডেঙ্গি রোগ ও রোগ থেকে মুক্তির নানা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শকেরা মণ্ডপ দেখে সচেতন হবেন এবং রোগকে দুরে সরিয়ে রাখতে এলাকাকে পরিষ্কার রাখবেন।”

জেলায় অজানা জ্বরে অনেকে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই এলাকার। ন।সরকারি তথ্যই বলছে এখন পযর্ন্ত জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৪৩০। বেসরকারি মতে সংখ্যাটা প্রায় দ্বিগুণ। ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর রোগের প্রকোপ ঠেকাতে নিয়মিত প্রচারও চালাচ্ছে। ঘাটালের এমন মণ্ডপের কথা শুনে খুশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরাও। তিনি বলেন, ‘‘এমনিতেই বড় মণ্ডপে আমরা ফেস্টুন টাঙানোর সিদ্ধান্ত নিয়েছি। লিফলেট বিলিও হবে। ঘাটালের ওই মণ্ডপে আমরা শিবিরও করব। এমন উদ্যোগের জন্য ধন্যবাদ।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন