বহিষ্কৃত ছাত্রনেতার পাশে দলের একাংশ

পুরসভার ভোটে দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের তমলুক কলেজ ইউনিট সভাপতি সৌমেন চক্রবর্তীকে তাঁর পদ থেকে অপসারণের বিরুদ্ধে মিছিল করল কলেজের ছাত্র সংসদের প্রতিনিধিরা। তমলুক কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নিয়ন্ত্রিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জয়দেব দাস ও সভাপতি অমৃতেন্দু জানার নেতৃত্ব ছাত্র সংসদের একাংশ সদস্য কলেজ চত্বরে মিছিল করে ও কলেজের সামনে অবস্থান করে তাঁরা সৌমেনবাবুর পাশে আছেন বলে দাবি করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০০:০২
Share:

ছাত্রনেতার সমর্থনে পোস্টার। —নিজস্ব চিত্র।

পুরসভার ভোটে দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের তমলুক কলেজ ইউনিট সভাপতি সৌমেন চক্রবর্তীকে তাঁর পদ থেকে অপসারণের বিরুদ্ধে মিছিল করল কলেজের ছাত্র সংসদের প্রতিনিধিরা। তমলুক কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নিয়ন্ত্রিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জয়দেব দাস ও সভাপতি অমৃতেন্দু জানার নেতৃত্ব ছাত্র সংসদের একাংশ সদস্য কলেজ চত্বরে মিছিল করে ও কলেজের সামনে অবস্থান করে তাঁরা সৌমেনবাবুর পাশে আছেন বলে দাবি করেন।

Advertisement

উল্লেখ্য, গত শনিবার তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি দীপক দাস সম্প্রতি পুরসভা ভোটে দল বিরোধী কাজের জন্য সৌমেন চক্রবর্তীকে তমলুক কলেজ ছাত্র পরিষদের ইউনিট সভাপতি পদ থেকে অপসারণের কথা জানিয়েছিলেন। পরে সোমবার তমলুক কলেজ ছাত্র সংসদের একাংশ সদস্যদের এই মিছিল ঘিরে তমলুকের রাজনৈতিক মহলেও চাঞ্চল্য
তৈরি হয়েছে।

এ দিন মিছিল ও অবস্থানে নেতৃত্ব দেওয়া তমলুক কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জয়দেব দাস, সংসদ সভাপতি অমৃতেন্দু জানা বলেন, ‘‘তমলুক কলেজে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন পরিচালনায় সৌমেনবাবু দক্ষতা দেখিয়েছেন। সেজন্য আমরা তাঁর পাশে রয়েছি। দলের তরফে সৌমেনবাবুকে তাঁর পদ থেকে অপসারণ করার কথা সংবাদ মাধ্যম থেকে জেনেছি। আমরা চাই সৌমেনবাবুকে পুনরায় তাঁর পদে ফিরিয়ে আনা হোক।’’

Advertisement

সৌমেনবাবুকে অপসারণের বিরুদ্ধে এদিন তমলুক কলেজে ছাত্র সংসদের একাংশের মিছিল ও অবস্থান কর্মসূচি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক দীপক দাস বলেন, ‘‘এদিনের কর্মসূচির বিষয়ে জানি না। খোঁজ নিয়ে দেখব । দল বিরোধী কাজ করার জন্য ছাত্র সংগঠনের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মেনে চলতে হবে। কারণ আমরা দলের বাইরে নয়। ওই সদস্যরা হয়ত ভুল বুঝে এটা করে থাকতে পারে। ওদের বোঝানো হবে।’

তাঁর সমর্থনে এ দিন তমলুক কলেজের ছাত্র সংসদের একাংশ সদস্যদের কর্মসূচির বিষয়ে সৌমেনবাবু বলেন, ‘‘ব্যক্তিগত কাজে আমি তমলুকের বাইরে রয়েছি। ওই কর্মসূচির বিষয়ে জানি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement