জবরদখলে রাস্তা, ঝুঁকি যাত্রীদের

সাইকেলের পিছনে মাকে বসিয়ে সাইকেল চালিয়ে পাকা সড়ক ধরে ময়না বাজারের দিকে আসছিলেন একাদশ শ্রেণির ছাত্রী শম্পা জানা। অন্নপূর্ণা বাজার পার হতেই রাস্তার একাংশ দখল করে ফেলে রাখা বালি, স্টোন চিপসের স্তূপকে পাশ কাটানোর সময় পেছন থেকে আচমকা বাসের সামনে পড়ে গিয়েছিল সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০০:৩৩
Share:

বেআইনি: ময়নায় রাস্তার পাশে পড়ে বালির স্তূপ। নিজস্ব চিত্র

সাইকেলের পিছনে মাকে বসিয়ে সাইকেল চালিয়ে পাকা সড়ক ধরে ময়না বাজারের দিকে আসছিলেন একাদশ শ্রেণির ছাত্রী শম্পা জানা। অন্নপূর্ণা বাজার পার হতেই রাস্তার একাংশ দখল করে ফেলে রাখা বালি, স্টোন চিপসের স্তূপকে পাশ কাটানোর সময় পেছন থেকে আচমকা বাসের সামনে পড়ে গিয়েছিল সে। কোনওমতে সামলেছিল নিজেকে শম্পা। তার অভিযোগ, ‘‘গোটা রাস্তায় দু’পাশে বালি, স্টোন চিপস ফেলে রাখা হয়েছে। যে কোনও সময় বিপদ ঘটতে পারে। তাই এই রাস্তায় সাইকেল চালাতে খুব ভয় করে।’’

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, সড়কে ময়না বাজার, অন্নপূর্ণা বাজার ও বলাইপন্ডা বাজার-সহ সংলগ্ন বেশ কিছু এলাকা জুড়ে রাস্তার একাংশ দখল করে বালি, স্টোন চিপস, ইট, কাঠের গুড়ি ফেলে রেখে ব্যবসা করছেন অনেকে। আর এর মাসুল দিচ্ছেন নিত্যযাত্রীরা।

পূর্ত দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁসাই নদীর সেতু সংলগ্ন ময়না বাজার থেকে বলাইপন্ডা বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক যাতায়াতে অন্যতম ভরসা। অথচ এই সড়কের ময়না বাজার ও বলাইপন্ডা বাজারের কাছে বেশ কয়েক কিলোমিটার অংশ জুড়ে পাকা পিচের অংশ উধাও হয়ে গিয়েছে। পিচের জায়গায় ভাঙা ইটের তাপ্পি মারার পর খানাখন্দে ভরে সেটাও বেহাল। ১০ কিলোমিটার সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশে এমন হালের পাশাপাশি বিপদ বাড়িয়েছে রাস্তার একাংশ দখল করে রাখা বালি, স্টোন চিপস-সহ নানা নির্মাণ সামগ্রী।

Advertisement

জেলা পূর্ত দফতরের নির্বাহী বাস্তুকার অজয়কুমার সঞ্জয় বলেন, ‘‘ময়না এলাকায় সড়কের কিছু অংশ খারাপ হয়ে গিয়েছে। বর্ষার আগেই সড়কের ওই অংশ মেরামতি করা হবে। সড়কের ধারে নির্মাণ সামগ্রী ফেলে রাখা বন্ধ করতে পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement