ছেলের অসুখ সারাতে সাহায্য প্রার্থনা

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ছেলেটা ভর্তি হয়েছিল খড়্গপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে। প্রথম বছরটা ঠিকই ছিল। সমস্যা শুরু হল কলেজের দ্বিতীয় বর্ষ থেকে। প্রথমে জ্বর, অরুচি ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:১১
Share:

উদ্দালক মাজী। নিজস্ব চিত্র

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ছেলেটা ভর্তি হয়েছিল খড়্গপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে। প্রথম বছরটা ঠিকই ছিল। সমস্যা শুরু হল কলেজের দ্বিতীয় বর্ষ থেকে। প্রথমে জ্বর, অরুচি ছিল। জন্ডিস ভেবে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পাঁশকুড়ার নারান্দা গ্রামের বছর বাইশের উদ্দালক মাজী। সেখানে জানা যায়, শরীরে দানা বেঁধেছে লিভারের এক জটিল অসুখ। আর সেই অসুখই বাধ সেধেছে ভবিষ্যতের পথে।

Advertisement

চিকিৎসার জন্য ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকা। তাঁর কলেজের সহপাঠীরা মিলে টাকা তুলে সাহায্য করেছেন। দিল্লির একটি লিভার চিকিৎসা কেন্দ্রে (ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড বাইলারি সায়েন্স, দিল্লি) প্রায় দেড়মাস ধরে উদ্দালকের চিকিৎসা হয়েছে। এখন চিকিৎসকরা সুপারিশ করেছেন তাঁর লিভার প্রতিস্থাপনের। এ জন্য আনুমানিক খরচের হিসেব জানিয়েছে প্রায় ১৮ লক্ষ টাকা। এরপর ধারাবাহিক চিকিৎসার খরচ হবে আরও কয়েক লক্ষ টাকা ।

উদ্দালকের বাবা সমরেন্দ্র মাজী পাঁশকুড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের করণিক। চাকরি থেকে অবসর গ্রহণের মাত্র ৬ মাস বাকি। আর সম্বল বলতে পরিবারের ৬ কাঠা চাষজমি। এত খরচ সামলাতে মাথায় হাত পরিবারের। তাই চিকিৎসার খরচ জোগাড় করতে সাহায্যের আশায় এখন হন্যে হয়ে ঘুরছেন উদ্দালকের বাবা-মা। সমরেন্দ্রবাবু বলেন, ‘‘ ছেলেটার চিকিৎসার জন্য প্রায় ১৭ লক্ষ ৬০ হাজার টাকা খরচ। অনেকে সাহায্য করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ওর লিভার প্রতিস্থাপন করলে ভাল হয়। কেউ যদি সাহায্য করেন, আমরা কৃতজ্ঞ থাকব।’’ ৭৪৭৭৪৩৪৬৮৮-এই নম্বরে যোগাযোগ করা যাবে উদ্দালকের পরিবারের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement