Super-speciality Hospital

ময়না তদন্ত চালুর দাবি এগরা সুপার স্পেশ্যালিটিতে

সুপার স্পেশ্যালিটি হাসপাতালে দ্রুত ময়নাতদন্তের পরিষেবা দাবি ।

Advertisement

গোপাল পাত্র

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ০৩:১২
Share:

সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এগরায়।

মহকুমায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল রয়েছে। কিন্তু সেখানে নেই মৃতদেহের ময়না তদন্তের পরিষেবা। এর জন্য এগরাবাসীকে ভরসা করতে হয় কাঁথি মহকুমা হাসপাতাল বা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপরে।

Advertisement

তাই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে দ্রুত ময়নাতদন্তের পরিষেবা দাবি করছেন মহকুমাবাসী। পাশাপাশি, পুলিশ প্রশাসনও জানিয়েছে, এগরায় ময়না তদন্তের পরিষেবা চালু হলে তাদের তদন্তের কাজেও সুবিধা হয়।

স্থানীয় সূত্রের খবর, কাঁথি এবং এগরা মহকুমায় একটি হাসপাতালেই ময়না তদন্তে ব্যবস্থার রয়েছে। অভিযোগ, এর ফলে কোনও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নাজেহাল হন মৃতের পরিজন। তার উপর দেহ নিয়ে যেতে নানা সমস্যা লেগেই থাকে বলে দাবি। সরকারি ডোমের অভাব যার অন্যতম কারণ। এছাড়া, বাড়তি খরচ হয় বলেও দাবি।

Advertisement

এগরার এক বাসিন্দা বলেন, ‘‘একটি দেহ কাঁথি নিয়ে গেলে সরকারি ভাবে এক হাজার টাকা পায় শববাহী গাড়ি। কিন্তু মৃতদেহের নিয়ে যাওয়া আসা খরচ প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা হয়ে যায়। সেই টাকা মৃতের পরিবারকেই গুনতে হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর পাঠানো হলে সেই খরচ প্রায় দ্বিগুণ বেড়ে যায়।’

এগরা থানার এক পুলিশ আধিকারিক এ নিয়ে বলেন, ‘‘এলাকার কোনও মৃতদেহ কাঁথি বা মেদিনীপুরে পাঠানোর ফলে সময় নষ্ট হয়। ময়না তদন্তের রিপোর্ট পেতে দেরি হলে তদন্তেও তো দেরি হবে।’’ এগরার এসডিপিও সব্যসাচী সেনগুপ্ত বলেন, ‘‘এগরা মহকুমায় ময়না তদন্তের ব্যবস্থা হলে সময়ের সাশ্রয় হবে। তদন্তের ক্ষেত্রে পুলিশের সুবিধা হবে। এ নিয়ে হাসপাতাল সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। এই মর্মে হাসপাতাল একটি প্রস্তাবও পাঠিয়েছে।’’

কিন্তু এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়না তদন্তের পরিষেবা চালুর জন্য পরিকাঠামো কি রয়েছে? এ ব্যাপারে হাসপাতালের সুপার গোপাল গুপ্ত বলেন, “এই হাসপাতালে ময়না তদন্তের জন্য পরিকাঠামো রয়েছে। অধুনিক মানের মর্গ-পরিষেবাও রয়েছে। এখানে ময়না তদন্ত চালুর জন্য আমরা গত বছরেই জেলা স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে জানিয়েছি।’’

যদিও পূর্ব মেদিনীপুরের জেলার স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডলের বক্তব্য, “ময়না তদন্তের অনুমতি দেয় স্বাস্থ্য ভবনের স্বরাষ্ট্র দফতর। এগরা হাসপাতালে ময়না তদন্তের পরিষেবা শুরুর জন্য আবেদন এলেই তা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র দফতর তার অনুমোদন দেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement