Prashant Kishore

আনন্দময়ের সঙ্গে বৈঠকে ‘টিম পিকে’

উল্লেখ্য, মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই বিধায়ক শুভেন্দু অধিকারীর তৃণমূল থেকে সরে যাওয়ার ঘিরে জল্পনা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০০:৪৩
Share:

—ফাইল চিত্র।

‘বঙ্গধ্বনি’ কর্মসূচির প্রচার কমিটিতে ঠাঁই হয়নি। তাতে ‘গোঁসা’ হয়েছিল তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর আনন্দময় অধিকারীর। ওই নেতার সঙ্গে সোমবার বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোরের দলের সদস্যেরা।

Advertisement

দলীয় ও স্থানীয় সূত্রের খবর, এ দিন তমলুকের নিমতৌড়তে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অফিসে মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ আনন্দময়ের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন ‘পি কে’র দলের এক সদস্য। বৈঠকে তিনি আনন্দময়ের কাছ থেকে তাঁর ক্ষোভের কারণগুলি জানতে চান এবং তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে বলেন।

উল্লেখ্য, মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই বিধায়ক শুভেন্দু অধিকারীর তৃণমূল থেকে সরে যাওয়ার ঘিরে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে শুভেন্দু অনুগামী কয়েকজনের বিরুদ্ধে জেলায় পদক্ষেপ করেছে তৃণমূল। আনন্দময়ও শুভেন্দু অনুগামী বলে জেলা পরিচিত। শুভেন্দুর বিভিন্ন অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, জেলায় দলের সাংগঠনিক কাজকর্ম এবং ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ নিয়েও বিরোধী শিবিরের নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন আনন্দময়। এর পরেই ‘বঙ্গধ্বনি যাত্রা’ কর্মসূচিতে হলদিয়া বিধানসভার জন্য দলের প্রচার কমিটিতে নাম দেখা যায়নি আনন্দময়ের। তাতে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

Advertisement

দলীয় ও স্থানীয় সূত্রের খবর, তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর হিসাবে আনন্দময় তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, পূর্ব ও পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় দলের সাংগঠনিক কাজ দেখাশোনার দ্বায়িত্বে রয়েছেন। আনন্দময়ের অভিযোগ, আর এক জেলা কো-অর্ডিনেটর তথা রামনগরের বিধায়ক অখিল গিরি তাঁর দ্বায়িত্বপ্রাপ্ত এলাকাগুলির দলীয় নেতৃত্বদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। সম্প্রতি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কোলাঘাটে কয়েকজন বিধায়, জেলা কো অর্ডিনেটরদের নিয়ে যে বৈঠক করেন, তাতেও ডাকা পাননি আনন্দময়।

দলীয় সূত্রের খবর, আনন্দময়ের সঙ্গে এ দিন পিকে’র টিমের সদস্য তাঁর ক্ষোভের বিষয়গুলি শোনার পরে জানতে চান তিনি শুভেন্দুর অরাজনৈতিক কর্মসূচিগুলিতে কেন গিয়েছিলেন? এখন তিনি তৃণমূলের সঙ্গে রয়েছেন, না শুভেন্দুর সঙ্গে, তা-ও স্পষ্ট করতে বলেন। তৃণমূল সূত্রের খবর, আনন্দময় পিকের টিমকে জানান, শুভেন্দুর অরাজনৈতিক সভায় যাওয়ার ক্ষেত্রে দলীয় নিষেধ ছিল না। আর শুভেন্দু যতক্ষণ তৃণমূলে রয়েছেন, তিনিও শুভেন্দুর সঙ্গে রয়েছেন। শুভেন্দু তৃণমূল ছাড়লে তাঁর সঙ্গে থাকবেন না।

নন্দীগ্রাম বিধানসভায় ‘বঙ্গধ্বনি’র প্রচার কমিটিতে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। তাহলে শুভেন্দুর সঙ্গে ঘনিষ্ঠতার জন্য তাঁকে কেন বাদ দেওয়া হল, সে বিষয়ে আনন্দময় জানতে চান বলে খবর। এ দিন বৈঠকের কথা স্বীকার করে আনন্দময় বলেন, ‘‘পিকের টিমের প্রতিনিধি আলোচনার জন্য এসেছিলেন। আমার সঙ্গে কিছু বিষয়ে আলোচনা হয়েছে । তবে দলের আভ্যন্তরীণ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন